পেপাল এবার বাংলাদেশে আসবেই আর সেটা আপনার অবদানেই।(এই বুঝি এসে গেল)

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 11:51 PM | টিউন বিভাগঃ
ভাল লিখতে পারি না তবুও…………
Aমরাই পারবো বাংলাদেশে পেপাল আনতে । এক্সদি আনতে চান দয়া করে লেখাটা কপি করে পেপাল এর ফেসবুক পেজে ম্যাসেজ দিন। (ইমেইল ঠিকানা খুজে পেলামনা)
পেপাল এর মাধ্যমে যা যা করতে পারবেন :
১। আনলাইনে নিরাপদে শপিং করতে পারবেন।
২।বিদেশে টাকা লেন-দেন সহজ হবে।
৩।অনলাইনে আয়ের টাকা সহজে পাবেন।
৪।ডোমেইন হোস্টিং কিনতে পারবেন।
ইত্যাদি………………
তাই বলছি নিচের লেখাটা কপি করে পেপাল এর ফেসবুক পেজে ম্যাসেজ দিন।এতে হয়তো তাদের মনে বাংলাদেশের কথা স্মরণ হবে।
আর হ্যা ম্যাসেজ দেয়া হয়ে গেলে কমেন্ট করুন DONE লিখে।
ফেসবুক পেজ লিংকঃ PayPal Facebook Page
বাংলায়:

প্রথমেই বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম জানাই বিশ্বের সবচেয়ে বড় অর্থ নেন-দেনকারী প্রতিষ্ঠান PayPal কে।
আমি বাংলাদেশ থেকে বলছি।আজ সারাদুনিয়া প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে। মানুষ জীবিকা হিসেবেও বেছে নিচ্ছে অনলাইনকে। আমাদের এই বাংলাদেশও পিছিয়ে নেই। প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার তরুণ অনলাইনে কাজ করছে। আয়ও করছে কিছু টাকা।কিন্ত বড় সমস্যা সেই টাকা দেশে আনতে পারছে না। কারণ সুবিধাজনক কোন মাধ্যম নেই। ফলে তাদের হতাশ করছে এই প্রযুক্তি।
কিছুদিন আগেও বাংলাদেশের মানুষ ভাবছিল এই বুঝি paypal. বাংলাদেশে এলো। গুণতে থাকলো অপেক্ষার প্রহর ।কিন্ত কই paypal আর এলো না।
তাই paypal এর কাছে বাংলাদেশে এর পক্ষ থেকে অনুরোধ বাংলাদেশে paypal দিন।
বংলাদেশও দুনিয়াকে দেখাতে চায় নতুন কিছু।আপনাদের সাহায্য পেলে বাংলার ছেলেরাও দেখিয়ে দেবে।
আবার বলছি বাংলাদেশে paypal চাই।
English:
At first on behalf of Bangladesh,
welcome the world’s largest internet
payment company Paypal. We are
from Bangladesh. Today all over the
world keep pace with technology.
People are choosing online as their
profession. Our country is also on
this way. Everyday thousands of
young people are working online and
earning money too. As we know most
of the online payment is depending
on Paypal. But as a matter of fact we
don’t get our payment only for the
reason of not having any easy way
like Paypal. That’s why we are
getting frustrated.
People have been waiting for Paypal
from last several years. So we are
requesting to Paypal, please give
access to join Paypal from
Bangladesh.
We Bangladeshi want to show
something new & creative to the
world and we need your help.
Thanks in Advance

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger