আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হবে টেকটিউনস্ এর মত বাংলায় – এই পোষ্টটি দেখুন

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 3:10 AM | টিউন বিভাগঃ
যারা ওয়েবসোর্স এর রেজিস্টার ব্যবহারকারী তারা ইতিমধ্যে লগিন করলে দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ড বাংলা ভাষায় দেখাচ্ছে । আপনি চাইলে আপনার যেকোন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বাংলায় রূপান্তর করতে পারেন ।শুধু তাই নয় আপনার ইচ্ছামত ড্রাগ এন্ড  ড্রপ এর মাধম্যে ড্যাশবোর্ডের মেনুকে নিজের  ইচ্ছামত সাজিয়ে নিতে পারেন। এছাড়াও যেকোন কাস্টম মেনু যোগ করতে পারেন আপনার ড্যাশবোর্ডের মেনুতে । কোন মেনু কে দেখতে পারবে অথবা কোন ধরনের ব্যবহারকারীর জন্য  প্রয়োজন হবে ইত্যাদি  বিষয়গুলো খুব সহজেই ঠিক করতে পারবেন । আবার ধরুন কোন ভূল করে ফেললেন, চিন্তার কোন কারন নেই মাত্র এক ক্লিকেই রিস্টোর করতে পারবেন  আপনার ডিফল্ট মেনু ।  আর এতসব কাজ আপনি করতে পারবেন কোন প্রকার কোডিং জ্ঞান ছাড়াই । কিভাবে ? আসুন দেখেনেই ।
প্রথমেই আপনাকে একটি প্লাগিন ইন্সটল করতে হবে।  ভয় পাবেন না  । এই প্লাগিনটি ডাউনলোড হয়েছে এ পযর্ন্ত  ৪,৭৯,৪৭৫ বার । এর রেটিংস্ এবং রিভিউও অনেক ভাল তাই নিশ্চিন্তে ব্যবহার করতে  পারেন ।
admin menu editor
প্লাগিনটি ইনস্টল করুন ।আপনি যদি সফল ভাবে ইন্সটল করার পর    Settings > Menu Editor এ যান ।নিচের চিত্রের মত দেখতে পাবেন -
মড
প্রথমেই ড্রাগ এন্ড ড্রপ করে আপনার প্রয়োজনমত মেনুগুলো সাজিয়ে  নিন।এরপার প্রতিটি মেনুর হেডিং এর পাশে যেই এ্যারে চিহ্ন আছে সেখানে ক্লিক  করুন । এবার আপনি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন -
১. Menu Title -  এখানে বাংলায় আপনার মেনুর টাইটেল দিন । যেমন টেকটিনস্ এ Post টিউন দেয়া হয়েছে । ওয়েব সোর্স এ Post কে সোর্স দেয়া হয়েছে।
২. Target Page - আপনি যদি কাস্টম মেনু তৈরি না করেন তবে  এটা পরিবর্তন করা দরকার যেই ।
৩.  URL - এটাও ঠিক একই কাস্টম মেনু তৈরি করলে, আপনার প্রয়োজনীয় URL  দিয়ে দিন  ।
৪. Permission -  অথার্ৎ কোন ধরনের ব্যবহারকারী মেনু ব্যবহার করতে পারবে। সেটি আপনার প্রয়োজনমত ঠিক করে দিন। Permission এর ক্ষেত্রে একটি বিষয় জরুরি , সেটি হচ্ছে ধরুন একটি মেনু আপনি ব্যবহারকারীর  জন্য হাইড করতে চাচ্ছেন, Permission  এ Administrator  দিয়ে দিলেন । তারপরও পরিবর্তন হচ্ছে না । কারন হচ্ছে এর সাব মেনুর  Permission  দেয়া আছে । যেই সাব মেনুর Permission  দেয়া আছে সেটি পরিবর্তন করুন । কাজ হয়ে যাবে।
আরএকটি ব্যাপার হচ্ছে মেনুর ওপর ক্লিক করলে ডান সাইটে সাব মেনুগুলো দেখাবে । সেগুলোও একই ভাবে পরিবর্তন করতে পারবেন ।
এছাড়াও এডভান্স অপশন ব্যবহার করে মেনুর পাশের আইকনগুলোও পরিবর্তন করতে পারবেন ।  যদি ভুল কিছু করে থাকেন সাথে সাথে undo  করতে পারবেন । আর যদি বড় কোন ভুল হয় তাহলেত restore অপশন আছেই । সবশেষে সেভ করেন । দেখবেন আপনার ড্যাশবোর্ডের মেনুগুলো আপনার প্রয়োজনমত পরিবর্তন হয়েছে ।
আপনি কি জানতে চান আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কোন সাতটি ভুল হুমকি  সরূপ তাহলে এই পোষ্টটি দেখুন -
আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিতে যে ৭ টি ভুল কখনওই করবেন না

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger