টিটি থেকে অনেক নিলাম, এবার কিছু দিতে চাই! [পর্ব-১]

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1:28 AM | টিউন বিভাগঃ
দীর্ঘ ৩ বছর ৯ মাস যাবত টেকটিউন্স এর সাথে আছি৤ অনেক কিছু পেয়েছি টিটির কাছে দিতে পারিনি কিছুিই৤ ভাবলাম আমি যেগুলো ব্যবহার করি সেগুলো শেয়ার করলেই তো টিটিতে টিউন হয়ে যায়৤ অর্থাৎ উইন্ডোজ ইনষ্টল দেওয়ার পর যে সফ্টওয়্যারগুলো আমি ইনষ্টল করি সেগুলোই আজ থেকে ধারাবাহিক ভাবে আপনাদের সাথে শেয়ার করবো৤ অনেক বকবক হলো, চলেন কাজে চলে যাই৤

উইন রার (Winrar)

নামটা মনে হয় প্রথম শুনলেন? জ্বি ভাই, উইন্ডোজ ৭ ইনষ্টল দেওয়ার পর এইটাই আমার প্রথম কাজ৤ কারন আমার প্রায় সব সফ্ট্ওয়্যারই জিপ অথবা রার ফরম্যাট-এ কমপ্রেসড্ থাকে৤ তাই সবার আগে আমাকে উইনরার ইনষ্টল দিতে হয়৤ আমার মনে হয় কম্পিউটার চালায় আর উইনরার এর নাম জানে না এরকম লোক গুগলে সার্চ দিলেও খুঁজে পাওয়া যাবে না৤ জ্বি আমি যেইটা ব্যবহার করি সেইটাই দিলাম৤ ৩২ বিট এবং ৬৪ বিট দুইটাই আছে৤ আমি তো আর জানি না আপনি কোন উইন্ডোজ ইনষ্টল দিছেন৤ সাইজ মাত্র 3.55 মেগাবাইট

উইন্ডোজ ৭ এ্যাক্টিভেটর:

আমার জানামতে এর উইন্ডোজ এ্যাক্টিভেট করার এর চাইতে সহজে আর কোন সিষ্টেম নাই৤ শুধা চালু করবেন আর ইনষ্টল বাটনে চাপ দিবেন, বাকিটা সফ্টওয়্যার নিজেই বুঝে নিবে৤ ইনষ্টল শেষ হইতে আপনি শুধু রিষ্টার্ট দিবেন৤ কাম শেষ৤ থুক্কু স্ক্রীনশট আর ডাউনলোড লিংক একসাথে দিলাম৤ সাইজেও হেব্বি 1.18 মেগাবািইট৤

Search Everything

এই একখান জিনিস, যেটা না থাকলে হয়তো আমার মাথাই নষ্ট হয়ে যেত৤ কোন ফাইলটা কোন খানে আছে, কোন সফ্টওয়্যারটা কোথায় আছে? এগুলো সব মনে রাখা কি সহজ কাজ৤ তাছাড়া কটাই বা মনে রাখা যায়৤ এতকিছু মনে রাখা রাখির কিছু নাই৤ কোন ফাইল কোথায় রাখছেন আপনার ব্রেইন থেকে টোটালই ডিলেট করে দেন৤ শুধু ফাইলের বা ফোল্ডার এর নামটা মনে রাখুন৤ আপনি লিখতে হয়তো সময় নিতে পারেন, কিন্তু বিশ্বাস করেন Search Everything সময় নিবে না৤ সাইজ মাত্র 429 কেবি৤
আজকে আপাতত এই পর্যন্ত থাক৤ আপনাদের সাড়া পেলে পরবর্তী পর্ব চালিয়ে যাব৤ অনুগ্রহ করে ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৤
আশাকরি কোনরূপ বাজে মন্তব্য করে আমার টিউন করার আগ্রহটাকে নষ্ট করবেন না৤ টিউনটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ৤ অন্য সবার মত আমি আপনাদের আমার সাইটের লিঙ্ক অথবা ফেসবুক লিঙ্ক শেয়ার করব না৤

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger