খুব সহজে বাংলা ইনিস্টল করুন আপনার সাইটে

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 3:09 AM | টিউন বিভাগঃ
কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। শিরোনাম দেখেই তো বুঝতে পরেতেছেন আজ কি বিষয়ে টিউন দিচ্ছি ।যারা ওয়ার্ডপ্রেসে নতুন তাদের জন্য একটা প্রয়োজনীয় টিউন।এই প্লাগিনটি দিয়ে আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস সাইটে খুব সহজে বাংলা ইনস্টল করতে পারবেন।  চলে যাচ্ছি মুল টিউনে।

যেভাবে বাংলা ইনস্টল করবেন:

১.  প্রথমে এই সাইটে গিয়ে Quick Bangla Installer প্লগিনটি নামিয়ে নিন।
২. এবার আপনার সাইটের এ্যাডমিন প্যানেলে প্রবেশ করুন।
৩. Plugins>Add Newতে যান
৪.  Upload মেনুটি সিলেক্ট করুন।
৫. এবার একটি উইন্ডো ওপেন হবে  পাইল চেনায় দেওয়ার জন্য।এরপর  Browse এ ক্লিক করার পর  ডাউনলোড করছেনে যে জিপ ফাইল ঐটি সিলেক্ট করুন।
৬.  প্লাগিনটি Install করার জন্য Install Now তে ক্লিক করুন।
৭. এবার ইনস্টল শেস হবার পর Active Plugin তে ক্লি করে করুন।
ব্যাস কাজ শেষ একবার এ্যাডমিন প্যানেল ও মূল সাইট ‍ভিজিট করে দেখুনতো বাংলা দেখা যায় কিনা?

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger