বাংলাদেশে ‘পেপাল’ চালু মে মাসে

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 12:08 AM | টিউন বিভাগঃ
আজ কোন আইটি টিঊন না, শুধু আইটি নিউজ।
দেড় মাসের মধ্যে বাংলাদেশে ইন্টারনেটে অর্থ লেনদেনের সহজ পদ্ধতি পেপাল ‘পেপাল’ চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সিলেটে ই-বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সিলেটের মোহাম্মদ আলী জিমন্যাসিয়ামে আয়োজিত ওই মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে তিনি বলেন, “আগামী দেড় মাসের মধ্যে দেশে চালু হবে ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় ও সহজ পদ্ধতি পেপাল। এখন দেশে অনেক প্রতিষ্ঠান ই-কমার্সের মাধ্যমে লেনদেন করছে। মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তির কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে।”
তবে বর্তমান সরকারের মেয়াদে ই-গভর্মেন্ট করা সম্ভব হবে না বলে জানান অর্থমন্ত্রী।
তথ্যসূত্রঃ বিডিনিঊজ২৪
আমাকে ফেসবুকে। আমার বাংলাদেশী দৈনিক সংবাদ পত্রের একটা নিঊজ ডাইরেক্টরী আছে আশা করি একবার দেখবেন। 'অল ডেইলি নিউজপেপার'

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger