কে হতে চায় অটোক্যাডার [পর্ব–২৭] :: Autocad Basic Training ( Measurement Tool )

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1:33 AM | টিউন বিভাগঃ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )

আসসালামু আলাইকুম । আমার ৪৫ তম  টিউন এবং অটোক্যাড সিরিজের ২৮ তম  টিউনে সবাইকে স্বাগতম ।  ১ম টিউনে  আমরা অটোক্যাড ২০১২ ডাউনলোড ও সেটাপ নিয়ে কথা বলেছিলাম । যারা এখনো অটোক্যাড ২০১২ ফুল ভার্সন করতে পারেননি তাদের জন্য ফুলভার্সন করার টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি , প্রয়োজন হলে দেখে নিতে পারেন এখান থেকে 
অনেকে ম্যাসেজ দিয়ে বলেছেন অটোক্যাড ২০১২ ৬৪বিট এর কিজেন আপলোড করার জন্য , তারা এখান থেকে কিজেন ডাউনলোড করে নিতে পারেন , সেই সাথে যদি কারো সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে এখান থেকে ( টরেন্ট লিঙ্ক ) ডাউনলোড করে নিন ।
এবার আসি আজকের টিউনের ব্যাপারে , অটোক্যাডে আমরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে এডভ্যান্স লেভেল পর্যন্ত যাব । তাই অটোক্যাডে যারা নতুন তাদের জন্য বেসিক লেভেল , যারা বেসিক জানি তারা এডভান্স লেভেলের অপেক্ষায় থাকুন । অটোক্যাড সিরিজের টিউটোরিয়ালগুলো ধারাবাহিক ভাবে  ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না । সেই সাথে  আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন । নিচের ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটি দেখুন ।   

ভিডিও ডাউনলোড


Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger