এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ!! টিউন করে হয়ে যান টপ টিউনার, আর নিয়ে নিন এখনই ডট কমের পক্ষ থেকে পুরষ্কার!!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 5:14 AM | টিউন বিভাগঃ
বাংলাদেশে ই-কমার্সের রূপকার ও দেশের সবচেয়ে জনপ্রিয় ই-কমাস সাইট এখনই ডট কম । অনলাইন এ পণ্য কিনার ক্ষেত্রে সব চেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ই-কমার্স সাইট এখনই ডট কম। দৈনন্দিন জীবনের সব প্রয়োজন কে এখনই ডট কম নিয়ে এসেছে হাতের মুঠোয়। ঘরে বসে ইন্টারনেট এর মাধ্যমে এখনই ডট কম থেকে পছন্দের ও প্রয়োজনীয় পণ্যটি অর্ডার দিয়ে কিনে ফেলা যায় সহজেই।
এখনই ডট কমে রয়েছে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ই-স্টোর থেকে কেনাকাটার সুবিধা। রয়েছে দারুন সব সার্ভিস যা এখনই ডট কম থেকে পণ্য কিনতে ক্রেতাদের আগ্রহী করে তোলে। এছাড়া এখনই ডট কমের রয়েছে ফোন এ কল করে কেনার সুবিধা। অনলাইন শপিং সেন্টার গুলোর মধ্যেএখনই ডট কম একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য নাম।
ছবি - Shutter Stock
বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক টেকটিউনস। বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ২ কোটি প্রযুক্তিপ্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। শুধু বাংলা ভাষাভাষীই নয় টেকটিউনস ট্রান্সলেট করে বিশ্বের বহু ভিনভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। দেশের লক্ষ লক্ষ আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, ডিজাইনার, কোডার , ডেভলোপার, প্রকৌশলী এর হাতে খড়ি হয় টেকটিউনস থেকে-ই। বাংলাদেশের প্রকৃত ডিজিটাল বিপ্লব এর পথিকৃত টেকটিউনস। বাংলা ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বিশ্বের সবচেয়ে একটিভ ও বিশ্বস্ত কমিউনিটি হল টেকটিউনস।
বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক টেকটিউনস ও দেশের অন্যতম সেরা ই-কমাস এখনই ডট কম এর উদ্যোগে শুরু হলো এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতায় মাসের সেরা টপটিউনারকে এখনই ডটকমের পক্ষ থেকে পুরষ্কৃত করা হবে। পুরষ্কার এখনই ডট কমের প্রধান কার্যালয় থেকে প্রদান করা হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী:

  • টিউনারের প্রতিটি টিউন অবশ্যই মৌলিক ও সম্পূর্ণ নিজের লেখা হতে হবে।
  • টিউন অবশ্যই বাংলা ভাষায়, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে।
  • বিজ্ঞান ও প্রযুক্তির খবর সংক্রান্ত কোন টিউন প্রতিযোগিতার জন্য বিবেচ্য হবে না। তবে বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্লেষণ সংক্রান্ত টিউন করা যাবে।
  • টিউনারের প্রতিটি টিউন এক্সক্লুসিভলি শুধুমাত্র টেকটিউনসে ই প্রকাশিত হতে হবে । টেকটিউনস ছাড়া অন্য কোথায়ও পূর্বে বা পরে অন্য যে কোন মাধ্যমে প্রকাশিত থাকতে বা হতে পারবে না।
  • টিউনারের অন্য যে কোন মাধ্যমে পূর্বে লিখিত কোন লেখা টিউন করলে তা প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
  • টিউনারের করা প্রতিটি টিউন টেকটিউনস নীতিমালা মোতাবেক হতে হবে।
  • টিউনারের যে কোন টিউন বা টিউনের অংশ বিশেষ কপিপেস্ট হলে সাথে সাথে টিউনারশীপ বাতিল ও প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
  • টিউনারের প্রতিটি টিউনের শব্দ সংখ্যা কমপক্ষে ৭০০ শব্দের হতে হবে। এখানে ৭০০ শব্দ একটি মানদন্ড মাত্র প্রকৃত টপটিউনার হিসেবে আরো বেশি শব্দের টিউনারকারী অগ্রাধিকার পাবে।
  • সকল টিউন হতে হবে টেক্সট টিউন। কোন ভিডিও টিউন প্রতিযোগিতার জন্য গণ্য হবে না।
  • টিউন হতে হবে সম্পূর্ণ নেচারাল ব্লগিং অর্থাৎ টিউনে কোন প্রকার প্রচারণা, সেলফ মার্কেটিং, লিংক এর মাধ্যমে নিজের বা অন্য সাইটে ভিজিটর ড্রাইভাট ও লিংক রিডাইরেক্ট ও টেকটিউনস নীতিমালার যে কোন বা একাধিক নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ বাতিল ও প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে

  • প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমেই টিউনারকে অবশ্যই টিউনার প্রোফাইলে নিজের টিউনার পিকচার সেট করতে ও নিজের নাম বাংলায় আপডেট করতে হবে।
  • প্রতিযোগিতায় অংশ নিতে টিউনারকে অবশ্যই নিজের টিউনার প্রোফাইলে Country হিসেবে বাংলাদেশ এবং বিভাগ, জেলা, উপজেলা সঠিক ভাবে নির্বাচন করতে হবে।
  • প্রতিযোগিতায় অংশ নিতে টিউনারকে অবশ্যই নিজের টিউনার প্রোফাইলে নিজের সঠিক ফেববুক আইডি আপডেট করতে হবে।
  • প্রতিযোগিতায় অংশ নিতে টিউনারকে অবশ্যই নিজের টিউনার প্রোফাইলে নিজের কার্যকর ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে আপডেট করতে হবে।
  • টিউনার প্রোফাইলের ফেসবুক আইডি, ইমেইল ও মোবাইল নম্বর দিয়েই টিউনার এর সাথে যোগাযোগ করা হবে।
  • কোন ধরনের ফেক টিউনার পিকচার, ইমেইল, ফেসবুক আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করা হলে তাকে প্রতিযোগিতার জন্য বাতিল বলে বিবেচনা করা হবে।

বিজয়ী নির্বাচন

  • প্রতিমাসের শেষ তারিখে (৩০ বা ৩১ তারিখে) রাত ১২:০০ টায় যে টিউনার মাসের টপ টিউনার তালিকায় থাকবে তার সকল টিউন প্রতিযোগিতার উপরক্ত নিয়মাবলী মোতাবেক পর্যালোচনা করা হবে। টিউনারের উক্ত মাসের সকল টিউন প্রতিযোগিতার নিয়মাবলী মোতাবেক না হলে ঠিক তার পরবর্তী টিউনার (মাসের টপ টিউনার) এর টিউন পর্যালোচনা করা হবে। এভাবে মাসের টপ টিউনার তালিকায় সর্বপ্রথম যার সকল টিউন প্রতিযোগিতার নিয়মাবলী মোতাবেক হবে তাকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
  • প্রতি মাসের ১ থেকে মাসের শেষ তারিখ (৩০ বা ৩১ তারিখ) পর্যন্ত টিউন গুলোই বিবেচনা করা হবে।
  • আগামী কোন ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিমাসে এ পুরষ্কার প্রদান করা হবে।

পুরষ্কার

  • বিজয়ী ঘোষণা করে পুরষ্কার গ্রহণের জন্য বিজয়ী টিউনার এর টিউনার প্রোফাইলে দেয়া ইমেইল, ফেসবুক, মোবাইল নম্বর এর মাধ্যমে বিজয়ী টিউনার এর সাথে যোগাযোগ করা হবে।
  • বিজয়ী টিউনারকে এখনই ডট কমের কার্যলয় থেকে পুরষ্কার প্রদান করা হবে।
  • বিজয়ী টিউনারকে নিয়ে একটি চমকপ্রদ টিউন টেকটিউনস থেকে প্রকাশিত হবে।
  • প্রবাসিরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তাদেরও পুরষ্কৃত করা হবে। দেশের বাইরের ও প্রবাসি টিউনারদের পুরষ্কার পাঠানোর ব্যবস্থা করা হবে। বিজয়ী টিউনারকে পুরষ্কার পেয়ে সেলফি তুলে পাঠাতে হবে।
এই প্রতিযোগিতা আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।
Green Hosting গ্রীন হোস্টিং Best Bangladeshi Hosting | Green Hosting Service

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger