ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৩৭] :: এখন আপনার সাইট থেকেই ভিজিটর তার আইপি এড্রেস দেখতে পারবে

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 5:44 AM | টিউন বিভাগঃ
কেমন আছেন সবাই? আমরা জানি সবার মোবাইল কিংবা কম্পিউটারের একটা আইপি এড্রেস আছে ।এখন কেমন হয় যদি ভিসিটর আপনার সাইট ব্রাউজ করলে যেকোন এক জায়গায় তার আইপি নাম্বারটা দেখতে পায় !  এইটা খুব সহজে করতে পারবেন ।প্রথমে আপনার থিমের functions.php তে সবার নিচে এই ট্যাগ   ?>   এর পূর্বে নিচের কোডটা বসিয়ে দিন  ।
function display_user_ip() {
	$ip = $_SERVER['REMOTE_ADDR'];
	return $ip;
}
add_shortcode('user_ip', 'display_user_ip');
ip address for wordpress
তারপর আপনি যেখানে ভিসিটরের আইপি এড্রেসটা দেখাতে চান সেখানে নিচের shortcode যুক্ত করে দিন । যেমন: index.php,single.php
[ip]
ধন্যবাদ ।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger