হ্যালো, সবাই ভালই আছেন আশা করি
ধরুন আপনি একজন ফটোগ্রাফার!! বা ব্লগার!!
নিজের শখ মেটানোর পাশাপাশি টাকার বিনিময়ে একটু আধটু সার্ভিস দিয়ে থাকেন, ধরে নিলাম আপনার একটা ওয়েবসাইট আছেই, এবং একটি প্রাসিং পেজ থাকা আবশ্যক যাতে আপনার ক্লায়েন্টগন খুব সহজেই তাদের প্রয়োজনীয় প্যাকেজটি খুজে নিতে পারেন এবং অর্ডার করতে পারেন, এর জন্যে অনেকেই যে ভুলটি করে থাকেন প্যাকেজ গুলো সুন্দর করে না সাজিয়ে নিচে নিচে বিস্তারিত লিখে যান, এতে করে বেশীরভাগ ক্লায়েন্টদের হাতে এত সময় থাকে না যে আপনার পেজটি বিস্তারিত ভাল ভাবে পড়তে পারেন না, এতে অনেক সময় তাদের কাংখিত প্যাকেজটি সঠিক সময়ে খুজে নাও পেতে পারেন এবং আপনার একজন ক্লায়েন্ট হারাতে পারেন, যেমন নিজের ছবিটি দেখতে পারেন, ছবিতে বাকী প্যাকেজ গুলো বাদ দিয়ে দুইটি প্যাকেজ তুলে দেওয়া আছে, এতে করে আপনার প্রাইসিং পেজটি অনেক লম্বাও হতে পারে
উপরের উপায়ে অনেকেই চালিয়ে যেতে পারেন কিন্তু একটু সুন্দর ভাবে প্রাইসিং পেজটি সাজাতে পারলে মনে হয় আরো ভাল হবে এবং ক্লায়েন্ট'রাও খুব দ্রুত তাদের দরকারী প্যাকেজটি খুজে পেতে পারেন, যেমন নিচে একটি ওয়েব হোস্টিং কোম্পানীর জন্যে ছোট একটা প্রাইসিং টেবল দেখানো হল
এবং এটি করা হয়েছে ওয়ার্ডপ্রেস এর একটি ফ্রী প্লাগিন ব্যবহার করে PricingTable
এর মাধ্যমে আপনি অতি অল্প জায়গায় অনেক বেশি তথ্য দেখাতে পারেন আপনার প্রাইসিং পেজ দেখানোর জন্যে
প্লাগিন'টি কিভাবে ব্যবহার করবেন তা দেখে নিতে পারেন নিচের টিউটোরিয়াল দেখে
প্লাগিন টি ব্যবহার করে ভাল লাগলে রিভিউ বা কমেন্ট করতে পারেন।
রিভিউ দিতে নিচের লিঙ্ক যান
সবাইকে ধন্যবাদ