ওয়ার্ডপ্রেসে কাস্টম মেনু আইটেম নিয়ে একটি প্রাথমিক টিউটোরিয়াল

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 6:33 AM | টিউন বিভাগঃ
১। আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করে Appearance মেনুতে মাউস পয়েন্টার রাখুন > ড্রপডাউন থেকে Menus এ ক্লিক করে মেনু পেইজে যান।
২। বাম পাশের Pages অংশ থেকে আপনার সর্বশেষ পেইজগুলো দেখাবে। অর্থাৎ সর্বশেষ পেইজটি সবার উপরে থাকবে।
আপনার প্রয়োজনীয় পেইজটিতে টিক চিহ্ন দিয়ে Add To Menu ক্লিক করুন।
2
৩। এবার আপনার পেইজটি Menu Structure অংশে মেনু আইটেমের সবার নিচে আসবে।
3
৪। মনে রাখবেন ওয়ার্ডপ্রেসের কাস্টম মেনু ও উইজেট অংশে "ড্র্যাগ এন্ড ড্রপ" ফাংশন রয়েছে তাই এখানে আপনি চাইলেই মাউস বাটন চেবে ধরে মেনু আইটেম উপর-নিচ কিংবা চাইল্ড মেনু সিস্টেম করতে পারবেন। আপনার সদ্য সংযুক্ত মেনু আইটেমটি সবার নিচ থেকে মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে উপরে আনুন। প্রয়োজনী স্থানে নেয়া পর্যন্ত মাউসের বাটন চেপে ধরে রাখুন। আপনি যদি প্রাথমিক মেনু আইটেম হিসেবে এটিকে যুক্ত করতে চান তাহলে সরাসরি প্রয়োজনীয় স্থানে এনে (ড্র্যাগ করে) মাউসের বাটন ছেড়ে দিন (ড্রপ করুন)।
আর যদি এটিকে চাইল্ড আইটেম করতে চান- অর্থাৎ অন্য কোন মেনু আইটেম/পেইজের অধীনে ড্রপ-ডাউন আকারে আনতে চান- তবে মেনু আইটেমটিকে তার প্যারেন্ট আইটেমের নিচে এনে একটু ডানে টানুন। দেখবেন ডানে হালকা ডট চিহ্নে আপনার মেনুর পরবর্তি স্থান দেখাবে।
4
৫। এবার Save এ ক্লিক করে আপনার মেনু কনফিগারেশন সংরক্ষণ করুন।
মনে রাখবেন আপনি বিভিন্ন প্রয়োজনে ভিন্ন ভিন্ন নামে ওয়ার্ডপ্রেসে মেনু তৈরী করতে পারবেন। আর কোন মেনুকে থিমের নির্ধারিত স্থানে সেট করতে চাইলে মেনু আইটেম এর লিস্টের নিচে- Save বাটনের উপরে Theme Locations হতে আপনার প্রয়োজনীয় লোকেশন নির্বাচন করুন। থিম ভেদে এক বা একাধিক Theme Locations আইটেম থাকতে পারে।
5
৬। ফ্রন্ট এন্ড এ আমাদের সংযোজিত মেনুটি দেখা যাবে।
6
যে কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাতে পারেন।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger