ওয়ার্ডপ্রেস ব্লগিং যখন আতংক!!! নতুনরা মুক্তির উপায় জেনে নিন। ব্লগিং হোক আরো স্বচ্ছ

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 7:12 AM | টিউন বিভাগঃ
শুরু থেকেই ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং করে আসছি । এখন পর্যন্ত আমি ওয়ার্ডপ্রেস এ ব্লগিং করতে স্বাচ্ছন্দ অনুভব করি। কিন্তু মাঝে মাঝে এই ওয়ার্ডপ্রেস আমার কাছে আতংকের কারন হয়ে দাড়ায়। কেন জানেন? নিচের চিত্রটি দেখুন। :cry: :cry: :cry:
চিত্রটিতে দেখুন ২ হাজার এর উপর পোষ্ট পেন্ডিং রয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, সাইটটি একেবারে নতুন এবং সদ্য প্রকাশিত হয়েছে। কোন প্রকার সার্চ ইঞ্জিনের কাজ করা হয় নি। এর মধ্যেই এতো এতো পোষ্ট জমা পড়ছে। আপনি হয়ত ভাবছেন এতে আমার খুশি হওয়ার কথা ...!!! নিচের চিত্রটি দেখুন....... :lol: :lol: :lol:
সাইটটিতে ২০ হাজার এর উপর রেজিষ্টার্ড মেমবার রয়েছে। প্রতিক্ষনেই রেজিষ্টার্ড মেমবার এর সংখ্যা বাড়ছে। প্রতি দিন যে হারে কমেন্ট পড়ে তাতে বাধ্য হয়েই কমেন্ট অপশন বন্ধ করে দিতে হয়েছে। 8-O
আসলে যারা সাইন আপ করছে এবং পোষ্ট করছে তারা কেউই ব্লগার নয়। এরা স্পামার। সাইটটির বিষয়বস্তুর বাইরে এমনকি এডাল্ট কন্টেন্ট সাবমিট করছে। স্পামিং এর ফলে সারভার আইপি ব্যান হচ্ছে ঘন ঘন। তাই ওয়ার্ডপ্রেস এ ব্লগিং করাটা আতংক হয়ে দাড়িয়েছে। ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয় একটি ব্লগিং প্লাটফরম হওয়ায় স্পামারদের দৃষ্টি এখানে প্রখর। তারা তৈরি করছে নিত্য নতুন প্লাগ ইন। যার সাহায্যে এক ক্লিকে হাজার হাজার ব্লগে অটো রেজিষ্টেশন ও কন্টেন্ট সাবমিট করছে ।

মুক্তির উপায়?

  • ক্যাপচা কোড বসাতে হবে সাইন আপ অপশনে।
  • আইপি ও স্পাম ওয়ার্ড ট্রেকার বসাতে হবে।
তাছাড়া ওয়ার্ডপ্রেস সাধারন মানের হোষ্টিং সাইটে ইন্সটল করা উচিত নয়। রেজিষ্টেশন, কমেন্ট, পোষ্ট ইত্যাদি করার সময় অটো ইমেল সেন্ড হয় ব্যবহারকারীর ও এডমিনের ইমেইলে। প্রতি ঘন্টায় ২০০ এর অধিক ইমেল সেন্ড হলে সাইট ব্যান হতে দেখা যায়।

নতুন ব্লগাররা ওয়ার্ডপ্রেসে ব্লগিং করে এই সব সমস্যার সম্মুখিন হতে দেখা যায়। পূর্ব প্রস্তুতি থাকলে সাইট ব্যান হওয়া থেকে রক্ষা পেতে পারেন।

যেভাবে স্পামার বাড়ছে তাতে করে ওয়ার্ডপ্রেসে স্বাধীনভাবে ব্লগিং করাটা কষ্টকর হয়ে দাড়াচ্ছে। সিকিউরিটি প্লাগইন ব্যবহার করতে গিয়ে সাইট স্লো হয়ে পড়তে দেখা যায়। তাই স্পামিং আমার কাছে ওয়ার্ডপ্রেস ব্লগিং এ সব থেকে বড় আতংকের কারণ হয়ে দাড়িয়েছে।
একমত হলে কমেন্ট করুন।
আমাকে ফেইসবুকে পাবেন>>>এখানে

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger