আপনার ওয়ার্ডপ্রেস সাইটের লোডিং স্পীড নিয়ে আপনি চিন্তিত? কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইটের লোডিং টাইম কমানো যায়?

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10:54 PM | টিউন বিভাগঃ
আসসালামুআলাইকুম,
সকল ভাইদের সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট । আজকে আমি আপনাদের মতামত চাইব আপনাদের পরামর্শ চাইব আর আমার কিছু একান্ত নিজস্ব মতামত আপনাদের সাথে শেয়ার করব।
আমাদের প্রত্যেকেরই কোন না কোন প্লাটফর্মে একটি ওয়েবসাইট রয়েছে এবং অনেকেরই রয়েছে ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে তৈরি নিজস্ব সাইট।
সাইট তৈরির পর একটি বড় সমস্যা হচেছ সাইটের লোডিং স্পীড। গড়ে প্রায় প্রতিটি সাইটের লোডিং স্পীড চার থেকে পাঁচ সেকেন্ড। কিন্তু এই লোডিং স্পীড একদিকে ভিজিটরদের জন্য যেমন বিরক্তির কারণ অপরদিকে এসইওর জন্যও অতিরিক্ত লোডিং সময় অত্যন্ত ক্ষতিকর।
লোডিং সময় কমানোর জন্য যে সকল সাজেশান ওয়েবে খুঁজে পেয়েছি তার মধ্যে অধিকাংশই পরামর্শ দিয়েছেন একটি ক্যাশে প্লাগইন ব্যবহার করার জন্য; সিডিএন নেটওয়ার্ক ব্যবহার করার জন্য; জাভাস্ক্রীপ্ট এবং সিএসএস মিনিফাই করার জন্য প্লাগইন ব্যবহার করার জন্য ; ইমেইজ অপটিমাইজড করার জন্য ব্লা ব্লা ব্লা…. তাছাড়া সবাই ভালো মানের হোস্টিং সার্ভার ব্যবহার করার ইংগিত দিয়েছে।
এবার আমার কথা বলি। এসব সাজেশান দেখে যথারীতি ডব্লিও থ্রি টোটাল ক্যাশে প্লাগইন টি ইন্সটল করলাম এবং এর সেটাপ প্রক্রিয়াও ডব্লিউপি বিগেইনার সাইটের নির্দেশনা অনুসারে করলাম। তবে কার্যত কোন পরিবর্তন আমার সাইটের লোডিং টাইমে এলো না।
তারপর সিএসএস মিনিফাই করার জন্য বেটার ডব্লিউপি মিনিফাই প্লাগইনটি ইন্সটল দিলাম। এবার মনে হয় কিছুটা কাজ হয়েছে। সিডিএন এর জন্য ফ্রী সিডিএন সার্ভিস ক্লাউডফায়ার এ রেজিস্ট্রেশানও করেছিলাম কিন্তু শেষ মেষ তা আর ব্যবহার করা হয়ে ওঠেনি।
এখন আমার সাইটের লোডিং স্পীড ২ সেকেন্ডের কম।সাইটের স্পীড চেক করতে আমি পিংডম ট্যুল ব্যবহার করেছি।
সাইটের স্পীড টেস্ট করার সাইটের ঠিকানাঃ http://tools.pingdom.com

আমার সাইটের স্পীড টেস্ট এর স্ক্রীণ শর্টঃ

কিন্তু আমি কোন ধরণের ক্যাচি প্লাগইন বা সি এস এস মিনিফায়ার ব্যবহার করছি না বর্তমানে , করছি না কোন সিডিএন নেটওয়ার্ক। আমার হোস্টিং কেমন ভালো তা বলতে পারব না তবে আমি এখন পর্যন্ত কোন সমস্যা পাইনি। এবং আমার হোস্টিং খরচও খুবই কম। ১ জিবি ডিস্ক স্পেস মাত্র ৫০০ টাকা বছর। তাহলে কিভাবে আমার সাইটের লোডিং স্পীড এত কম??
আমি মনে করি আমার থিমটিই এর জন্য দায়ী। সমস্ত ক্রেডিট আমার থিমটির। কারণ থিমটি ইন্সটল দেয়ার পরই সাইটের লোডিং স্পীড কমে এসেছে।
এবং আমি নিজেও খানিকটা অবাক হয়েছিলাম কিছুদিন আগে আমার এক ক্লায়েন্ট এর একটি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করে। থিমটি যে সাইটে ইনস্টল দেয়া হয়েছে সেই সাইটের লোডিং সময় এক সেকেন্ড এরও কম!! এটি মাত্র ৬০০ মিলি সেকেন্ডে লোড হতো কোন প্লাগিন ইন্সটল দেয়ার আগে। তবে এখন এর লোডিং টাইম আগে থেকে অনেক বেড়ে গিয়েছে । থিমের কোন অংশ পুনরায় কাস্টমাইজ অথবা অন্য কোন প্লাগিন্স ইনস্টল দেয়ার ফলে এমনটি হতে পারে।

শেষ করার আগেঃ

আপনি চাইলে নেটে দেয়া বিভিন্ন পরামর্শ অনুযায়ী নিন্মোক্ত প্লাগিন সমূহ ব্যবহার করতে পারেন।

আরো কিছুক্ষণঃ

আমার পোস্ট পড়ে কারো মনে কোন কষ্ট লাগলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। এছাড়া সাইটের স্পীড নিয়ে কি করা যেতে পারে সে বিষয়ে আপনার মতামত কমেন্টস এ তুলে ধরার জন্য অনুরোধ করা হলো।
সর্বশেষঃ আমার মতে আপনার সাইটের লোডিং টাইম কমানোর জন্য যথেষ্ট ভুমিকা রাখতে পারে আপনার থিম টি। সুতরাং কোন প্রফেশণাল থিম ডেভেলপারের মাধ্যমে আপনার থিমটি ডিজাইন করে নিন। কেননা থিমের পেছনে আপনি একবারই ইনভেস্ট করবেন , বার বার নয় । তাছাড়া এতে আপনার পছন্দের কন্ডিশানও আপনি জুড়ে দিতে পারবেন।
 পোস্টটি একি সাথে এখানে প্রকাশিত।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger