পেপাল চালুর জন্য হা হুতাশের শেষ নেই ফ্রিল্যান্সারদের, সরকার নির্বিকার !

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 12:06 AM | টিউন বিভাগঃ
প্রথমে জানিয়ে রাখি বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট ভেরিফাই করে কিভাবে টাকা বাংলাদেশে আনতে  পারবেন এবিষয়ে সাজেদুল ভাই ইতিমধ্য আমাদের জন্য সুন্দর একটি এই লেখাটিআমাদের উপহার দিয়েছেন ,  আমার মতে এটাই একমাত্র বাংলাদেশ থেকে পেপাল ভেরিফাই করার নিরাপদ ও টাকা আনার সহজ উপায় , এই পদ্ধতি যতই নিরাপদ মনি করি কিন্তু সরকারী ভাবে এখনো পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আসে নাই, তাই আমাদের উপরে বিভিন্ন খড়গ চাপিয়ে দেয়া হচ্ছে, অকারনে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের হাজার হাজার ডলার সহ একাউন্ট লিমিট করে দেয়া হচ্ছে, আমি দীর্ঘদিন যাবত বাংলাদেশে চালুর দাবিতে সক্রিয় আছি বাংলাদেশে প্রথম পেপাল চালুর দাবিতে আমিই টেকটিউনস সহ বিভিন্ন ব্লগে লেখালেখি শুরু করি  ও এক সময়ে ফেসবুক ভিত্তিক গ্রুপ অনলাইন ডলার মার্কেটের  এডমিন  থাকার সুযোগে অনেক মানুষের হা হুতাশ আমাকে শুনতে হয়েছে,  এনিয়ে বিস্তারিত আলোচনার আগে কিছু ফ্রিল্যান্সারদের বক্তব্য হুবুহু তুলে ধরছি,
Al Mamun  Rubel vhi amer Paypal account ta limit kary desha ki karbo $403 asa ,plz help me
Ariful Islam Shaon      তার স্ট্যাটাসে বলেন
পেপাল এর জন্য এ বছরে ডিরেক্ট কাজ হারাইছি ৭টা! এবার মনে হচ্ছে ইলেক্ট্রিসিটি এর জন্য কাজ হারানো আরম্ভ হবে। দিনে রাতে একবেলাও কারেন্ট স্টেইবল না! :-/ — feeling down.
Mohammad Obhi onek din aghe theke shunlam ..Paypal naki Bd te Sept. er moddhe ashbe .. kintu ekhon to Dec. chole ashse , to ki holo paypal -r ??
Raaz  i need paypal account
Shahjalal Raju Bangladesha ke paypal chalu hoycha keaw janaban please.hola kevhaba korta hoba jannan please
Ansar Ali paypal kobe ase be bd te asbe na ki asbe na
Anonto Akash আমরা জানি পেপাল আমাদের সকলের দাবী। এটা যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর সাথে আষ্টে-পৃষ্ঠে যেভাবেই জড়িত, সবাই একমত পোষণ করবেন আমি জানি। আমাদের যে কাজটা করতে হবে, সেটা হলো- মিডিয়ায় যে ভাই-বোন রয়েছে আমাদের, তাদের মাধ্যমে এটাকে পেছন থেকে সামনে নিয়ে আসতে হবে। আর এ জন্য মানববন্ধন, মৌন মিছিল, মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আবেদন। এই রকম কিছু ইভেন্ট করা যেতে পারে। এ জন্য সংঘবদ্ধ হয়ে একত্রিত হতে হবে। কারণ আমরা যারা এ কাজের সাথে জড়িত, তারা জানে পেপাল আমাদের জন্য কত জরুরী।
Nīrōb RāżpūTrō sonar horin hoyei thakbe may mass 30 tarik ajke :(
Rehan Khan May te paypal Bangladesh a start hobe sune cilam....kintu May to half chole gese....asholei ki start hobe???????
Mohsin Ahmed Assalamualaikum vai,kmon asen?
Firstly lift limit silo but just ajke ora mail korlo je amar paypal limit kora hoise.
Arif Ali paypal amake limit korese with 70$
এবিষয়ে আমাকে বলেন বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্রিল্যান্সার Mashiur Rahman
পেপাল বাংলাদেশে আসাতে তো কোনো সমস্যা নাই, সমস্যস হলো বাংলাদেশের সরকারের। ইকোনোমিক কি একটা ল-এর কারনে নাকি সমস্যা হচ্ছে। ---- গুগল এ পাইলাম ।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার কাছে এব্যাপারে জানতে চেয়েছিলামঃ

  বাংলাদেশে কেন পেপাল চালু হচ্ছেনা ? বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কতটুকু উদ্যগী ?
উনার উত্তর দেখুন
Zahangir Alam
গতকাল ব্যাংক বোর্ড মিটিং গেছে আলোচনা হয়েছে...খুব সম্ভবত জুলাইয়ের শেষ সপ্তাহে সিদ্ধান্ত হবে ।
ফ্রিল্যান্সার Tawhidul Islam ভাই এবিষয়ে বলেনঃ
পেপাল এর প্রয়োজনীয়তা অনেক তা বলে শেষ করা যাবে না , তবুও কিছু পয়েন্ট তুলে ধরলাম:
[] আমরা যারা কোন সংস্থা/সংঘের জন্য বাইরে থেকে অর্থ সাহায্য পেতে চাই তারা সহজেই পেপাল এর মাধ্যমে পেতে পারি। যদি আমরা আমাদের নির্দিষ্ট কোন স্থানে পেপাল ডোনেট বাটন লাগিলে রাখি তাহলে অনেকে যদি এক দুই সেন্ট করেও দেয় তাহলে তার পরিমান অনেক দাড়ায়
[] আমরা যারা ফ্রীল্যান্সিং করি তারা টাকা তুলতে অনেক সমস্যার সম্মুখীন হই , দেরি হয় টাকা পেতে , বেশি চার্জ কাটে। কোন বায়ার টাকা পাঠাবে তার ব্যবস্থা নেই
[] আমরা যারা আমাদের পন্য অনলাইনে কেনা বেঁচা করতে চাই তারা তা পারছি না পেপাল এর জন্য। পেপাল হলো নিরাপদ মাধ্যম।
[] নিজের জন্য বা প্রতিষ্ঠানের জন্য ডোমেইন হোষ্টিং কিনব তাও সম্ভব না এই পেপাল ওর কারনে
এরকম নানা বিধ কারনে আমাদের পেপাল প্রয়োজন
পেপাল দেশে না আসার পিছনে কারা দায়ী সরকার .পেপাল .অন্য কেউ ?
পেপাল কেন দেশে আসছে না তা আমাদের বোধগম্য না। এটা একটা রাজনৈতিক ব্যাপার। আমার যতদুর মনে হয় সরকারের যুগোপোযোগি সিদ্ধান্ত গ্রহনে হেয়ালি বা দেশের বেসরকারী ব্যাংক গুলোর চাপে পেপাল দেশে আসছে না।
পরিসংহার:
আমাদের যে শুধু পেপাল দরকার তা নয়। পেপাল ছাড়াও পেমেন্ট মাধ্যম উন্নয়ন যেমন মানিবুকার্স , গুগোল এডসেন্স ইত্যাদির উন্নতি সাধন করতে হবে। ইন্টারনেটের স্পীড বাড়াতে হবে।
লোডশেডিং  এর জন্য পুরা লেখা শেষ করতে পারলাম না ! বিস্তারিত আসছে 

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger