আমি একজন সাধারণ স্টুডেন্ট। কিছুদিন আগে কলেজের প্রজেক্ট এর জন্য বাইরে থেকে কিছু পার্টস আনার প্রয়োজন পরে।
অনলাইন এ কিনতে গিয়ে দেখি পেপাল একাউন্ট লাগবে। তাই একটা পেপাল একাউন্ট খুলি এবং ৪০$ এর জন্য ফেইসবুক একজন Doller সেলার খুঁজে বের করি তার সাথে বেশ কয়েকবার কথা বলি। কথা বলার পরে দেখলাম সে খুব ভদ্র মানুষ সিলেটে থাকে bkash করার ১০ মিনিটের মধ্যে টাকা পেপাল এ doller পাঠিয়ে দিবে। কি আর করা তাকে গতকাল ৬ তারিখ bkash করে ৭৪ টাকা দরে ২৯৬০ টাকা পাঠাই কিন্তু টাকা পাঠানোর পর সে আর পেপাল কোনো doller পাঠায় নি এবং আমার কল ব্লক করে দেয়
অন্য নম্বর থেকে ফোন দিলে উল্টা হুমকি দেয় খারাপ ভাষায় কথা বলে আর ফোন কেটে দেয়। টাকা পাঠানো দুরে থাক খারপ ভাষায় গালি গালাজ করে।
হয়তোবা এই লোক আরো অনেককেই প্রতারিত করেছে কিন্তু সেকি জানেনা তাকে একদিন ধরা পরতেই হবে এবং জীবনে মানুষকে প্রতারিত করে যা টাকা আয় করেছে যদি সত্য পথে কাজ করত হয়তোবা আরো ভালো আয় করতে পারত। যাই হোক আমি তো প্রতারণার শিকার হলাম কিন্তু আমি চাই না অন্য কেউ এই প্রতারক চক্র্রের হাতে পড়ুক।
এই চক্র অনেক গুলা Facebook একাউন্ট এবং মোবাইল নম্বর use করে এদের কে কেউ চিনলে দ্রুত পুলিশ কে জানানো জন্য অনুরোধ করা হচ্ছে।