ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৩৪] :: আপনার ডেশবোর্ডের নিয়ম টেকটিউন্স এর মত করুন-১ম আলোচনা

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 5:54 AM | টিউন বিভাগঃ
ওয়ার্ডপ্রেস কোডিং পর্ব-৩৪ (আপনার ডেশবোর্ডের নিয়ম টেকটিউন্স এর মত করুন-১ম আলোচনা)
আসসালামু আলাইকুম । ওয়ার্ডপ্রেস কোডিং ৩৪ নিয়ে আবার আসলাম ।অনেকের ইচ্ছা আমার সাইটের ডেশবোর্ডের নিয়ম টেকটিউন্স এর মত করি ।যেমনঃটাইটেল এ নির্ধারিত শব্দের চেয়ে বেশি হলে তা প্রকাশ হবে না,একটা বিভাগের বেশি দেওয়া যাবে না, ৫ টার বেশি টেগ দেওয়া যাবে না ...ইত্যাদি । এইগুলি আমি আস্তে আস্তে শেয়ার করব । আজকে একটা শেয়ার করলাম ।
"টিউন এর টাইটেল আপনার নির্ধারিত দেওয়া শব্দের চেয়ে বেশি হলে তা প্রকাশ হবে না । নির্দিস্ট একটা মেসেজ দেখাবে । এই নিয়েম টা আপনার সাইট এ যুক্ত করার জন্য নিচের কোডগুলি আপনার থিম এর functions.php তে সবার নিচে   ?>  এই ট্যাগ এর পূর্বে বসিয়ে দিন  । কোডগুলির যেখানে এই লিখাটা আছে "সমস্যা: আপনার টিউনের টাইটেল ১০ শব্দের বেশি হয়েছে" সেখানে আপনার ইচ্ছামত কথা যুক্ত করে নিন ,যেইটা টাইটেল এর শব্দ বেশি হলে ডেশবোর্ডে দেখাবে ।আর '10' এর জায়গায় আপনার কত শব্দের টাইটেল দরকার তা লিখুন ।
maximum title langth
// add_filter('locale','test_localization');
function maxWord($title){
    global $post;
    $title = $post->post_title;
    if (str_word_count($title) >= 10 ) //set this to

the maximum number of words
        wp_die( __('সমস্যা: আপনার টিউনের টাইটেল ১০ শব্দের বেশি হয়েছে') );
}
add_action('publish_post', 'maxWord');
ধন্যবাদ সবাইকে । আবার আসব । নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক ফানপেজএ লাইক দিয়ে আসতে পারেন
ওয়ার্ডপ্রেস কোডিং সম্পর্কিত যেকোন হেল্পের জন্য এবং যেকোন কোড প্রয়োজন হলে আমাদের ওয়ার্ডপ্রেস কোডিং  ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন
পূর্বে আমার সাইটে প্রকাশিতঃ ওয়ার্ডপ্রেস কোডিং পর্ব-৩৪ (আপনার ডেশবোর্ডের নিয়ম টেকটিউন্স এর মত করুন-১ম আলোচনা)

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger