ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স – লেকচার-১ : ওয়ার্ডপ্রেস কি?

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 8:09 AM | টিউন বিভাগঃ
ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স - কোর্সের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। এই কোর্সের কোর্স পরিচিতি প্রকাশের পর থেকে যেভাবে আপনাদের সাড়া পাচ্ছি তাতে আমি সবার কাছে কৃতজ্ঞ। এই কোর্সটির মাধ্যমে যদি একজন মানুষও উপকৃত হন তবেই আমার কষ্ট সার্থক হবে। আর ব্যাপক শেয়ার এবং রিকমেন্ডেশানের মাধ্যমে এই কোর্সটি ছড়িয়ে দেবেন সবার মাঝে – এমনটাই আমার প্রত্যাশা। তবে একটি বিষয়, কোর্সটি শুধুমাত্র নতুনদের জন্য। ইতিমধ্যে ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত এমন কেউ এই কোর্স থেকে লাভবান হবেন না বলেই আমার মনে হয়। কারণ আমি নিজেও ওয়ার্ডপ্রেস শিক্ষানবীস, তথাপি আমি যতটুকু জানি তা সবার সাথে শেয়ার করতে চাই বলেই এই কোর্সের উৎপত্তি।
বি.দ্র.: আপনি যদি এখনও এই কোর্সে রেজিস্ট্রেশন করে না থাকেন তবে এই লিঙ্কে গিয়েবিনামূল্যে রেজিস্ট্রেশন করে নিতে পারেন।
এই লেকচারে আজকে আমরা ওয়ার্ডপ্রেসের পরিচয় জানব। আমরা জানব ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের সংক্ষিপ্ত ইতিহাস, এর ভবিষ্যৎ, পাশাপাশি আমরা এটাও জানব কেন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তাহলে শুরু করা যাক!
ওয়ার্ডপ্রেস কি?
সহজ কথায়, ওয়ার্ডপ্রেস হল একটি সিএমএস (CMS) বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আরেকটু বিশদ বলতে গেলে, ওয়ার্ডপ্রেস হল পিএইচপি ও মাইএসকিউএল ভিত্তিক একটি বিশেষ অনলাইন টুল যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। আর উইকিপিডিয়ার ভাষ্য অনুসারে – ওয়ার্ডপ্রেস হল ফ্রী ও ওপেনসোর্স ব্লগিং টুল এবং একটি শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা পিএইচপি এবং মাইএসকিউএল এর উপর ভিত্তি করে তৈরিকৃত। মনে হয় কিছু কথা মাথায় ঢুকেছে। আরো ঢুকবে তবে তার আগে জেনে নেব সিএমএস মানে কি এবং এর সাথে অন্য সবকিছু।
চলুন ঝটপট দেখে নেয়া যাক আজকের লেকচারের ভিডিও টিউটোরিয়াল অংশটি - http://youtu.be/AMOXiu44obM
কি ভাই! নেট স্পীড স্লো নাকি? কোন ব্যাপার না। আরে আমরা আমরাই তো! এই লিঙ্ক থেকে MP4 (720P) ফরম্যাটে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। আর সাইজ? বেশি না, মাত্র ১৩.৯ মেগাবাইট।
এখন আপনি জানেন – ওয়ার্ডপ্রেস কি জিনিস আর আপনি কেন ওয়ার্ডপ্রেস শিখবেন। তাহলে হয়ে গেল সব কিচ্ছা-কাহিনী খতম! সামনের লেকচারের জন্য অপেক্ষা করুন। আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভাল থাকবেন আশা করি।
[বি.দ্র.: কোর্স পরিচিতি প্রকাশের পর আপনাদের থেকে যেসকল গঠনমূলক মন্তব্য আমি পেয়েছি তার ভিত্তিতে লেকচার-৩ থেকে ভিডিও লেকচার তৈরি করব। লেকচার-১ ও ২ কোর্স পরিচিতি ভিডিওটি তৈরির দিনই নির্মিত। তাই ওই দুইটিতে আপনাদের মতামতের ছায়া নাও থাকতে পরে। আশা করি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
লেকচার-৩ থেকে “আমি আজ আপনাদের শেখাব” কথার পরিবর্তে “আমরা আজকে শিখব” কথা ব্যবহার করব। কোর্স পরিচিতিতে আমি ইংরেজি একটু বেশিই হয়ত বলে ফেলেছি, সেটাও সংশোধন করব। তাছাড়া উচ্চারণ আরো স্পষ্ট করার আপ্রাণ চেষ্টা করব। তবুও যদি কোন অনাকাঙ্ক্ষিত ভুল করে ফেলি, তবে তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি এবং আমাকে জানালে আমি পরের লেকচার থেকে তা সংশোধন করে নেয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় Hasta-La-Vista! অনেকেই জিজ্ঞেস করেছেন যে এটার মানে কি। যারা ইংরেজি চলচ্চিত্র টার্মিনেটর-২ দেখেছেন তারা হয়ত নায়ক শোয়ার্জনেগারের মুখে কথাটি শুনেছেন। Hasta-La-Vista একটি স্প্যানিশ শব্দ, এর মানে একটি অর্থ হল শুভ বিদায়। আমার খুব প্রিয় এটি, তাই ফেয়ারওয়েলের সময় আমিও এটা ব্যবহার করি।]

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger