ওয়ার্ডপ্রেস ফর বিগিনারস – লেকচার-২ : ইন্সটলেশানের পূর্বে করণীয় কাজ

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 8:08 AM | টিউন বিভাগঃ
ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স কোর্সের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম।কোর্সের প্রথম লেকচারটি না দেখে থাকলে এখান থেকে দেখে নিতে পারেন। এই কোর্সটির মাধ্যমে যদি একজন মানুষও উপকৃত হন তবেই আমার কষ্ট সার্থক হবে। আর ব্যাপক শেয়ার এবং রিকমেন্ডেশানের মাধ্যমে এই কোর্সটি ছড়িয়ে দেবেন সবার মাঝে – এমনটাই আমার প্রত্যাশা। তবে একটি বিষয়কোর্সটি শুধুমাত্র নতুনদের জন্য। ইতিমধ্যে ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত এমন কেউ এই কোর্স থেকে লাভবান হবেন না বলেই আমার মনে হয়। কারণ আমি নিজেও ওয়ার্ডপ্রেস শিক্ষানবীসতথাপি আমি যতটুকু জানি তা সবার সাথে শেয়ার করতে চাই বলেই এই কোর্সের উৎপত্তি।
বি.দ্র.: আপনি যদি এখনও এই কোর্সে রেজিস্ট্রেশন করে না থাকেন তবে এই লিঙ্কে গিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে নিতে পারেন।
এই লেকচারে আজকে আমরা ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পূর্বে আমাদের যে কাজগুলো করা দরকার বা যে বিষয়ে ধারণা থাকা দরকার সে বিষয়গুলো জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক!
চলুন ঝটপট দেখে নেয়া যাক আজকের লেকচারের ভিডিও টিউটোরিয়াল অংশটি - http://youtu.be/VC4gaxTTrDQ
কি ভাইনেট স্পীড স্লো নাকিকোন ব্যাপার না। আরে আমরা আমরাই তো। এই লিঙ্ক থেকে MP4 (720P)ফরম্যাটে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। আর সাইজবেশি নামাত্র ২৩.০ মেগাবাইট। আর স্লাইডশোটিএখানে পাবেন।
আমার লেকচারে আমি আমার পূর্ববর্তী একটি কোর্সের একটা লেকচার দেখার অনুরোধ করে সবাইকে। আসলেXampp সেটাপ দেয়ার ও কনফিগার করার পদ্ধতি আমার অন্য লেকচারে আমি অনেক আগেই বলেছিতাই নতুন করে আর ওটার জন্য লেকচার তৈরি করলাম না। আপনারা একটু কষ্ট করে এখান থেকে দেখে নেবেন আশা করি। আর কোন কিছু না বুঝলে এই পোস্টের কমেন্টবক্সে মন্তব্য করবেন।
এখন আপনি জানেন – ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য কি কি জিনিস দরকারলোকালহোস্ট কিএটা কিভাবে সেটাপ দিতে হয়। তাহলে হয়ে গেল সব কিচ্ছা-কাহিনী খতমসামনের লেকচারের জন্য অপেক্ষা করুন। আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভাল থাকবেন আশা করি।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger