আজ আমি দেখাবে কিভাবে কোন প্রকার কোডিং ছাড়াই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেসপনসিভ করবেন । আপনাকে কিছুই জানতে হবে না আর সময় লাগবে এক থেকে দুই মিনিট। সব রকম ব্রাউজারে সাপোর্ট করবে ।
ধরুন আপনার বায়ার আপনাকে একটি রেসপনসিভ ওয়েবসাইট করার জন্য বলেছে । যেই ওয়েবসাইটির বিভিন্ন রেসপনসিভ ফিচার সে নিজের ইচ্ছে মতই পরিবর্তন করতে পারবে কোডিং জ্ঞান ছাড়াই । আবার রেসপনসিভের জন্য ইচ্ছেমমত আলাদা থিম পরিবর্তন করতে পারবে । এই কাজটি আপনি পিএ্ইচপি এর মাধম্যে করতে পারেন যাদের পিএইচপি সর্ম্পকে খুব ভাল ধারনা আছে । আর তেমন ভাল পিএইচপি জানেন না তারা কি বসে থাকবেন । তাদের জন্য ওয়ার্ডপ্রেসের চারটি রেসপনসিভ প্লাগিন । এসব প্লাগিন ব্যবহারের মাধম্যে মাত্র এক মিনিটেই আপনার সাইট রেসপনসিভ করতে পারবেন । প্লগিন গুলো আপনার ওযেবসাইটে তেমন কোন প্রভাব ফেলবে না এবং প্রতিটি প্লাগিনই কয়েক লাক্ষ ওয়েবসাইটে ব্যবহার করা হচ্ছে । এদরে রিভিউ ভাল । তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ।
WordPress Mobile Pack
প্লাগিনটি ডাউনলোড হয়েচে ৬,২৪,৩০৮ বার । প্লাগিনটি ফ্রি ভাসর্নে যেসব সুবিধা পাবেন -
- Cross-platform mobile web applications.
- Responsive UI
- Theming.
- Customize appearance.
- Posts Sync.
- Pages Sync.
- Comments Sync.
- Analytics.
- Add to Homescreen.
WP Mobile Detector Mobile Plugin
প্লগিনটি এ পযর্ন্ত ডাউনলোড হচ্ছে ২,৫৭,৮২১ বার ডাউনলোড করা হযেছে । যেসব ফিচার রযেছে -
- Automatic detection of mobile devices.
- Differentiates between standard mobile devices and advanced mobile devices.
- Detects over 5,000+ mobile devices.
- Advanced mobile statistics including unique visitors, visits, mobile search engine bots, and more!
- Automatically formats content and resizes images.
- Includes seven mobile themes pre-installed.
- Select any of the seven pre-installed mobile themes or choose one of your own.
WPtouch Mobile Plugin
আপনার ক্লায়েন্ট যদি আরও ভাল কিছু চায়, তাহলে এই প্রিমিয়াম প্লাগিনটি দিতে পারেন । বিশ্বে ২ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট প্লাগিনটি ব্যবহার করে । যেহেতু প্রিমিয়াম এর অনেক এডভান্স ফিচার এবং এক্সটেনশন রযেছে যার মাধম্যে খুব সহজেই আপনার রেসপনসিভ সাইট নিয়ন্ত্রণ করতে পারবেন ।