ঈদ মোবারক!! সবাইকে সালাম ও শুভেচ্ছা।
আশা করি সবাই ভাল আছেন। আসলে টিটিতে আমি একজন নিয়মিত ভিজিটর। ব্লগিং তেমন একটা করতে পারিনা বলেই টিটিতে কোন পোস্ট করি না। যাইহোক অন্যান্য দিনের মত এবারো বেশ কয়েকটি সমস্যাতে পড়েছি। সমস্যাটি মূলত ওয়ার্ডপ্রেস ব্লগিং নিয়ে। টিটিতে যারা অভিজ্ঞ টিউনার/লেখক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে আমাকে একটু রিভিউ দিন!! কেউ এড়িয়ে যাবেন না!! .......প্লিজ!!!!
১। আমি একটি ডোমেইন নিয়েছি http://www.pchelplab.com
এখানে আমি পিসি বিষয়ক ব্লগ করতে চাই। অবশ্য সেখানে অন্যান্যরাও রেজি: করে ব্লগিং করতে পারবেন। কিন্তু বুঝতে পারছিনা প্রথমত কত জিবি ও কত ব্যান্ডউইথের হোস্ট নিব। যেমন: মনে করি আমার সাইটের প্রতিদিন পার ভিজিটর যদি ১২০০ হয়, সেখানে যদি ২ জিবি সহ ৫০ জিবি ব্যান্ডউইথের শেয়ার্ড হোস্টিং নিই তাহলে কি আমার সাইটটি চলবে???
২। ১ জিবি হোস্ট নিলে কতটি পোস্ট করা যায়??
৩। ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার পর ইউজারেরা যে সকল ইমেজ লোড দিবেন মূলত সেইগুলো আমার হোস্ট সাইটে জমা হবে। যা অনেকটাই স্পেস নষ্ট করবে। এই ক্ষেত্রে এমন কোন পদ্ধতি আছে যেখানে আমার হোস্ট সাইটে ইমেজ আপলোড বন্ধ করে ইউজারকে অন্য কোন থার্ডপার্টিতে প্রসেস করাতে পারি?? এই ব্যাপারে কেউ টিউটোরিয়াল জানলে তার লিংক দিলে উপকৃত হই। আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি- টিটি অ্যাডমিন প্যানেলের মত অনুরুপ ইউজারকে ইমেজ আপলোড সিস্টেম করতে চাই। যেমন- টিটিতে ইমেজ আপলোড দিতে গেলে কেউ ছোট সাইজের ইমেজ আপলোড দিতে পারে না। একটি নিদিষ্ট পরিমাপ আছে। ছোট সাইজের ইমেজ আপলোড দিতে গেলে অন্য কোন লিংক প্রতিস্থাপন করতে হয়। এই সিস্টেম কিভাবে করা যাবে??
৪। আমার সাইট ২/১ বছর চালানোর পর যদি মনে করি দেশী/বিদেশী অন্য কোন হোস্টিং প্রভাইডারে মুভ করব মানে পূর্বের ডাটা সমেত মাইগ্রেশন করব তাহলে করা যাবে কি? মাইগ্রেশনের কোন শর্ত আছে কি? যেমন ধরুন: আমার সাইটের ফাইল সাইজ (ব্যাকআপ) ৫ জিবি ! তাহলে মাইগ্রেশন করা যাবে কি???