একটা থিম রেসপনসিভ, স্লাইডার, কাস্টম উইজেট ইত্যাদি নানা ফিচার সমৃদ্ধ আবার ফ্রিতে পাবেন । প্রয়োজনের সময সাপোর্টও পাবেন । এরকম কিছু ওযেবসাইটের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দিব ।
এটা সত্যি যে ফ্রি থিম এর জন্য ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম ভান্ডার রয়েছে । এখানে একটি সমস্যা হচ্ছে আপনার প্রয়োজনমত থিম খুজে পাবেন না । দেখা যাবে ডিজাইন পছন্দ হয়েছে ত আপনার প্রয়োজনীয় সব ফিচার নেই । আবার অনেক ফিচার সমৃদ্ধ কিন্তু ডিজাইন ভাল না । আর বেশিরভাগ ফ্রি থিমেই কোন সমস্যা হলে প্রয়োজনের সময় সাপোর্ট পাওয়া যায় না । আজ আমি আপনাদের সাথে কিছু ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে আপনি নিশ্চিন্তে ফ্রি থিম ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন । যদিও তাদের থিম সংখ্যা কম । তবে তারা আপনার ১০০ ভাগ প্রয়োজন মেটাতে সক্ষম । এবং কোন সমস্যা হলে ভাল সাপোর্টও পাবেন ।
এখানে আপনি ছয়টি ফ্রি থিম পাবেন যার মধ্যে একটি চ্যারিটি থিম । এসব থিমে প্রয়োজনের সময় সাপোর্টও পাবেন আপনি ।
এখান থেকে আপনি ১৬ টি ফ্রি থিম পাবেন । যার মধ্যে রয়েছে ইকমার্স, ব্লগিং এবং বিজনেস থিম । এখানে ফ্রি থিম ডাউনলোড করতে হলে আপনাকে সাইন আপ করতে হবে । তবে থিমগুলো কিন্তু অসাধারন ।
এখানে আপনি ১৩ টি ফ্রি থিম পাবে । এদের মূল লক্ষ্য হচ্ছে ফটোগ্রাফার, শিল্পী এবং ছোট বিজনেস রিলেটেড থিম তৈরি করা ।
WPshower আপনি সাতটি ফ্রি থিম পাবেন । যেগুলো ফিচার মোটামুটি প্রিমিয়াম থিমের মত যেমন কাস্টম উইজেস্ট, জেকুয়েরী স্লাইডার ইত্যাদি সুবিধা সহ । এছাড়াও এদের একটি ফোরাম আছে , সেখান থেকেও আপনি ফ্রি থিমের ব্যাপারে সহোযোগিতা পেতে পারেন ।
এরা আপনাকে তিনটি ফ্রি থিম দিবে । যেগুলো রেসপনসিভ , স্লাইডারসহ এবং চাইল্ড থিম সাপোর্ট করে ।
এখন কথা হচ্ছে আসলেই থিমগুলো নিরাপদ কিনা বুঝবেন কি করে । আসুন তাহলে জেনে নেই ওয়ার্ডপ্রেসের ফ্রি থিমের বিস্তারিত -
কিভাবে বুঝবেন ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম নিরাপদ কি না - মেগাসোর্স