(১) কোর্সের শিরোনাম: ওয়ার্ডপ্রেস (WordPress) ফর বিগিনারস
(২) কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা: এই কোর্সে আমি আপনাদের শেখাব ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে হয় এবং ওয়ার্ডপ্রেসের নানা টুইকস যা প্রফেশনাল লেভেলে ইউজ করা হয়।
কেন শিখবেন?
ওয়ার্ডপ্রেস হল সবচেয়ে জনপ্রিয় সিএমএস যা পৃথিবীর সব দেশেই ব্যবহৃত হচ্ছে। শুরুতে এটা শুধু একটা ব্লগিং প্লাটফর্ম থাকলেও এখন অনেক বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, নিউজপোর্টালে এটা ব্যবহৃত হচ্ছে। ফ্রীল্যান্স মার্কেটেপ্লেসগুলোর প্রজেক্টগুলোর বড় একটি স্থান দখল করে রয়েছে আমাদের এই ওয়ার্ডপ্রেস।
এই কোর্সের সাথে অন্য ওয়ার্ডপ্রেস কোর্সের পার্থক্য কি?
এই কোর্সে আপনাদের হাতে ধরে ধরে একেবারে শুরু থেকে ধাপে ধাপে ওয়ার্ডপ্রেসের ক্রিয়া-কৌশল শেখানো হবে যেটা আপনি শুধু সামান্য কয়েকটি ইংরেজি পেইড টিউটোরিয়ালেই পাবেন। আর কোর্সটা প্রতিনিয়ত আপডেট হবে মানে, রেগুলার সিলেবাস শেষ হলেও এই কোর্স শেষ হবে না। বরং নিত্য-নতুন আপডেট নিয়ে লেকচার তৈরি করা হবে।
কোর্স পরিচিতি ভিডিও লেকচার - http://youtu.be/JIQmuYO0rVI
(৩) কাদের জন্য এই কোর্স?
যারা ওয়ার্ডপ্রেস শিখতে চান তাদের জন্য। বিশেষ করে যারা ওয়ার্ডপ্রেসে প্রফেশনাল হতে চান। তবে আপনাকে অবশ্যই কম্পিউটারের ফান্ডামেন্টাল বিষয়ে পারদর্শী হতে হবে।
(৪) কোর্সে কয়টি লেকচার থাকবে?
আপাতত ৩০ টি লেকচারের পরিকল্পনা রয়েছে আমার। তবে দিন বদলের পালায় কম-বেশি হতে পারে; বেশি হবার সম্ভাবনাই বেশি!
(৫) কোর্সের সিলেবাস:
লেকচার-০১: ওয়ার্ডপ্রেস কি?
লেকচার-০২: ইন্সটলেশানের পূর্বে করণীয় কাজ
লেকচার-০৩: ওয়ান-ক্লিক ইন্সটলেশান
লেকচার-০৪: ম্যানুয়াল ইন্সটলেশান
লেকচার-০৫: ড্যাশবোর্ড পরিচিতি
লেকচার-০৬: পোস্টিং
লেকচার-০৭: ট্যাগ এবং বিভাগ
লেকচার-০৮: পেইজ (Page)
লেকচার-০৯: কমেন্ট
লেকচার-১০: থীম
লেকচার-১১: উইজেট (Widget)
লেকচার-১২: প্লাগিন্স (Plugins)
লেকচার-১৩: টুলস (Tools)
লেকচার-১৪: ইউজারস (Users)
লেকচার-১৫: সেটিংস
লেকচার-১৬: আপডেটিং ওয়ার্ডপ্রেস, থীম এবং প্লাগিন
লেকচার-১৭: জেটপ্যাকের ব্যবহার
লেকচার-১৮: কন্টাক্ট ফর্ম
লেকচার-১৯: স্প্যাম প্রতিরোধের কিছু টিপস
লেকচার-২০: এসইও টুইকস
লেকচার-২১: এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে সাইট মাইগ্রেশান
লেকচার-২২: নতুন ডোমেইনে সাইট ট্রান্সফার
লেকচার-২৩: ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং নিরাপত্তা
লেকচার-২৪: সাইটকে মোবাইল ফ্রেন্ডলি করা
লেকচার-২৫: ব্যাকাপ নেয়া এবং রিস্টোর করার পদ্ধতি
লেকচার-২৬: ডিফল্ট মেইল এড্রেস কাস্টমাইজেশান
লেকচার-২৭: এডমিন ইউআরএল (URL) পরিবর্তন
লেকচার-২৮: ওয়েবসাইট স্পীড আপ করা
লেকচার-২৯: ওয়েবসাইটকে বাংলায় রূপান্তর করা
লেকচার-৩০: থীম ডেভেলপমেন্ট পরিচিতি
লেকচার-৩১: প্লাগিন ডেভেলপমেন্ট পরিচিতি
(৬) কোর্স কবে থেকে শুরু ও কত সপ্তাহ চলবে?
কোর্স শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। তবে কত সপ্তাহ চলবে তা নিশ্চিত করে বলতে পারছি না। আমি অহেতুক ব্যস্ত মানুষ। তারপরও চেষ্টা করব যত দ্রুত সম্ভব কোর্সটি শেষ করার। আপনাদের পেরেশানি এড়াতে আমার পরামর্শ হল, আপনারা আপনাদের এক্টিভ মেইল দিয়ে কোর্সে রেজিস্ট্রেশান করবেন এবং যখনই কোন লেকচার আপডেট করা হবে, আমি আপনাদের মেইল করে জানিয়ে দেব। তাছাড়া নানা এনাউন্সমেন্টও দিতে পারব।
(৭) কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচয়:
আমি মুহম্মদ মাকসুদুর রহমান খান (মাটিন), বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পড়াশুনা করছি।
পড়াশুনার পাশাপাশি, আমি ২০০৯ সাল থেকে ব্লগিং এবং ২০১২ সাল থেকে আউটসোর্সিং এর সাথে যুক্ত রয়েছি। ২০১৩ সাল থেকে আমি বিভিন্ন মাসিক পত্রিকা ও অনলাইন পত্রিকায় লেখালেখি করছি। এসবের পাশাপাশি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ভলান্টিয়ার হিসেবে এদেশে মুক্ত সফটওয়্যারের ব্যবহারকে জনপ্রিয় করার চেষ্টা করছি।