আপনি ওয়ার্ডপ্রেস আর মাধ্যমে সহজে ইউজারদের রোল যোগ করবেন এবং বাদ দিতে পারবেন । প্রথম যে কোড থাকবে তা হলো মেনেজার এবং তার কিছু বেসিক কেপাবিলিটি থাকবে । আপনি চাইলে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু ভূমিকা ও ক্ষমতা দিতে পারেন । দ্বিতীয় যে কোড টি আছে সেটি আপনার editor, author, contributor, সাবস্ক্রাইবার ইত্যাদি ভুমিকা গুলো বাদ দিয়ে আপনার কাস্টম রোল ব্যবহার করবে ।
নোট: আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে আপনের ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট রোল গুলো চলে যাবে । বাদ দেয়ার আগে সঠিক ভাবে বুঝে নিন ।
function wps_add_role() { add_role( 'manager', 'Manager', array( 'read', 'edit_posts', 'delete_posts', ) ); } add_action( 'init', 'wps_add_role' );
function wps_remove_role() { remove_role( 'editor' ); remove_role( 'author' ); remove_role( 'contributor' ); remove_role( 'subscriber' ); } add_action( 'init', 'wps_remove_role' );
ভালো লাগলে পোস্টটি বন্ধুদের কাছে শেয়ার করুন ।
সময় থাকলে আমার ব্লগটি দেখে আসতে পারেন । আপনাদের কাছে যদি কোনো পোস্ট থাকে তা আমার ব্লগে প্রকাশ করতে পারেন কিন্তু তা শুধু মাত্র ইংরেজিতে ।