অনেকেই জানে না যে আর এস এস কি?
আরএস এস (রিচ সাইট সামারি) মূলত একটি ফাইল ফরম্যট যা একই সাথে আধুনিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (World Wide Web) অনেক জনপ্রিয় প্রজুক্তি । এটি এক্সএমএল (XML) নামক এক সাধারণ ডাটা ফরম্যাট-এর অধীনস্থ এমন একটি উপাদান যা মূলত ওয়েব সিন্ডিকেশন বা ওয়েব নজরদারীর জন্য ব্যবহৃত হয়।
ফিড কি ?
ফিড মানে খাওয়ানো...... এই খাওয়ানো অর্থ একটু আলাদা। এই ফিড মানে কি টা একটু পর বুঝতে পারবেন।
মনে করুন আপনি একটি ব্লগে ভিজিট করেছেন । আপনার পছন্দ হলো ব্লগটি। আপনি অধির আগ্রহে বারবার ভিজিট করছেন সাইটটি। আপনার নিজের একটি ব্লগ থাকলে সেই সাইটের ফিড যুক্ত করলে নতুন পোস্টের তালিকা আপনার ব্লগ থেকেই দেখা যাবে। ই-মেইল সাবক্রাইব করলে নতুন পোস্ট প্রকাশ হওয়ার পর তা আপনার ই-মেইলে চলে আসবে। এই হল আর এস এস ফিড এর কাজ।
অটো আর এস এস ফিড আপনার সাইটে URL দেখতে হলে আপনার ওয়াডপ্রসে header.php তে </head> ওপরে এই
কোড টি পেস্ট করেন।
<link rel="alternate" type="application/rss+xml" title="RSS 2.0" href="<?php bloginfo(‘rss2_url’); ?>" />
<link rel="alternate" type="text/xml" title="RSS .92" href="<?php bloginfo(‘rss_url’); ?>" />
<link rel="alternate" type="application/atom+xml" title="Atom 0.3" href="<?php bloginfo(‘atom_url’); ?>" />