নির্দিষ্ট কোনো পেজে আপনার কাস্টম ওয়ার্ডপ্রেস উইজেট দেখান

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 2:38 AM | টিউন বিভাগঃ
geekbd.com
আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ । আজকের টিউন পোস্ট এ আমি দেখাবো কিভাবে আপনি আপনার পছন্দ মত ওয়ার্ডপ্রেস কাস্টম উইজেট দেখাবেন । এটি করার জন্য আপনার কিছু স্টেপস ফলো করতে হবে । কথা না বাড়িয়ে শুরু করা যাক । আপনার অবশ্যই উইজেট আইডি নম্বরটা জানতে হবে । উইজেট আইডি জানতে আপনি ওয়েব সোর্স অর কোনো ইন্সপেক্টর টুলস আর মাধ্যমে বের করে নিতে হবে । এই সেম্পলে এ পেজেস উইজেট এন্ড কন্টাক্ট ফর্ম দেয়া আছে । আপনার প্রয়োজন মত আপনি কোড তা বসিয়ে দিন ।
নিচে কোড টি দেয়া হলো:
টেকটিউনস কোড হাইলাইটার - কোড কপি করতে কোডের উপর ডাবল ক্লিক করুন
1
2
3
4
5
6
7
8
add_filter( 'widget_display_callback', 'hide_widget_pages', 10, 3 );
function hide_widget_pages( $instance, $widget, $args ) {
if ( $widget->id_base == 'pages' ) { // change 'pages' to widget name
if ( !is_page( 'contact' ) ) {    // change page name
return false;
}
}
}
আমি ওয়ার্ডপ্রেস কোডিং নিয়ে আরো পোস্ট লিখব । আশা করি পোস্ট গুলো থেকে আপনার উপকৃত হবেন ।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger