অনেকেই আছেন আইপি হাইড করে ব্রাউজ করেন। অনেকেই সফটওয়্যার ব্যাবহার করেন যা কিনা কিনতে হয় । তারপর, তা কার্যকরী কিনা তা নিয়ে ও সন্দেহ থেকে যায়।
কিছুদিন আগে একটি সফটওয়্যারের টরেন্ট খুজবার জন্য একটি সাইটে যাই। সেখানে অপশন ছিল “anonymous download”. ক্লিক করলাম, দেখি আমাকে .exe ডাউনলোড/ইন্সটল করতে প্রম্পট আসলো। করলাম, তবে, আপনারা এন্টি-ভাইরাস চালু রেখে তা করবেন। এতে এক ধরণের Adware রয়েছে।
সাইট থেকে সরাসরি ডাউনলোড করতে চাইলে, http://privitize.com/ ভিসিট করুণ। তবে, ডাউনলোড করার সময় এন্টি-ভাইরাস ডি-এক্টিভেট করে নিন।
বিস্তারিত জানতেঃ http://privitize.com/about ভিসিট করুণ।
তারপর, PrivitizeVPN Connect করলাম।
এখন, কতটা কার্যকরী তা যাচাই করার জন্য http://whatismyipaddress.com/ ভিসিট করলাম। দেখলাম সত্যিই কার্যকরী। তবে, টরেন্ট ফাইল ডাউনলোড করার সময় সেই সিড/স্পীড/বেন্ড-উইথ পাইনি।