বেছেনিন আপনার পছন্দের শেয়ার বাটনটি এক্ষণই…

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 2:51 AM | টিউন বিভাগঃ
বাংলাদেশের অন্যতম সামাজিক যোগাযোগের ওয়েবসাইট http://www.ourbdspace.com থেকে আপনার ওয়েবসাইট অথবা ব্লগ সাইটের জন্য পছন্দসই বাটন টি বেছে নিন একদম ফ্রী!!!
এখন আপনাদের দেখাব কি করে আপনার ওয়েবসাইটে আপনি একটি শেয়ার বাটন অ্যাড করবেন।
প্রথমে এই লিঙ্কে যান। : http://ourbdspace.com/sharer/wizard/
নিচের ছবির মত পেজ আসবেঃ
ourbdspace share button
১. নিচের স্ক্রিপ্টটি আপনার ওয়েব পেজ এর এইচটিএমএল ট্যাগ (html head tag) এর মধ্যে যোগ করুন।
<link rel="stylesheet" type="text/css" href="http://ourbdspace.com/static/sharer/sharer.css" />
<script type="text/javascript" src="http://ourbdspace.com/static/sharer/sharer.js"></script>
উদাহরণ সরুপ : নিচের কোডটির মত দেখাবে।
<head>
<meta charset="utf-8">
<title>DEMO PHPFOX SHARER</title>
<link rel="stylesheet" type="text/css" href="http://ourbdspace.com/static/sharer/sharer.css" />
<script type="text/javascript" src="http://ourbdspace.com/static/sharer/sharer.js"></script>
</head>
অতএব, <head> থেকে </head> ট্যাগ এর মধ্যে।
২. এখন আপনি শেয়ার বাটনটি তৈরি করবেন আপনার ওয়েবসাইটের ঠিকানা অনুযায়ী।
নিচের ছবিটি দেখুনঃ
ছবিটিতেঃ http://yoursitename.com/ এর জায়গাতে আপানার ওয়েবসাইট অথবা ব্লগ সাইটের নাম লিখুন,
নিচের যে কোন একটি কালার বাটন পছন্দ করে তার পাশের Get Code লিখা নিল বাটনে ক্লিক করলেই ডান পাশে আপনি একটি কোড পাবেন।
প্রথম কোডটি ঃ যেখানে আপনি শেয়ার বাটন আপনার পৃষ্ঠায় প্রদর্শিত করতে চান সেখানে কোডটি রাখুন
আর পরের কোডটি ঃ আপনি আপনার ওয়েবসাইট অথবা ব্লগের প্রতিটি পাতায় শেয়ার বাটন দেয়ার জন্য এই কোডটি ব্যবহার করুন।
অথবা নিচের কোডটি আপনার পোস্ট পেজে ব্যবহার করতে পারেন কোন রকম মডিফাই ছাড়াই।
<div class=”large share_btn green”>
<a href=”#” class=”button_compact” onclick=”
window.open(
‘http://ourbdspace.com/index.php?do=/sharer/link_’+window.btoa(location.href),
‘sharer’,
‘width=626,height=436′);
return false;”><span>Share</span></a>
</div>

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger