অন্য যেকোনো কিছুর থেকেই অ্যাপলের প্রযুক্তি পণ্যের হিসাবকিতাব একটু আলাদা। অপারেটিং সিস্টেম থেকে শুরু করে অ্যাপ, অন্য সব কিছুতে অ্যাপলের কায়দাকানুন বেশ কেতাদুরস্ত। আইওএস অপারেটিং সিস্টেমের জন্য নতুন একটি ক্যালেন্ডার অ্যাপ এসেছে, যা অ্যাপল ভক্তদের পছন্দ না হয়ে কোন উপায় নেই! এই পেইড ক্যালেন্ডার অ্যাপটির কথা জানা গেছে কাল্ট অব ম্যাক ওয়েবসাইটের একটি ব্লগ থেকে।
অন্য সব ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনে যেমন কোনো বিশেষ ইভেন্ট চিহ্নিত করে রাখা যায়, এই নতুন অ্যাপটি থেকেও একই সাহায্য পাওয় যাবে। তবে এর আলাদা সুযোগ-সুবিধাও আছে বেশ কিছু যেমন, আপনার আইফোন, ম্যাকবুক বা আইপ্যাড; যেকোনো একটায় কোনো ইভেন্ট যোগ করলেই সেটা স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য পণ্যগুলোতেও সংযুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, এটি একই সাথে আইওএস অপারেটিং বিহীন অন্যান্য প্ল্যাটফর্মেও দিব্যি কাজ করবে ( যেমন গুগল ক্যালেন্ডার)। অন্য সব অপারেটিং সিস্টেমের সাথে খাপ না খাওয়ার বিষয়ে আইওএসের যে পুরনো ঝামেলা ছিল, এই অ্যাপে তা একেবারেই নেই বললে চলে।
চমৎকার এই অ্যাপ্লিকেশনের নামটিও অনেক চমকের সন্ধান দেয়, ‘অ্যামেজিং ফ্যান্টাস্টিকাল ২’! মজার কথা যে, এই অ্যাপের হালনাগাদ কার্যক্রমের সুবিধা পেতে আপনার সবসময় মোটেও অনলাইন হয়ে থাকার প্রযোজন নেই। আপনি অনলাইন থাকুন কি অফলাইন, আইওএস প্ল্যাটফর্মে থাকুন কি অন্য কিছুতে, যেকোনো অবস্থাতেই আপনাকে দিন-তারিখ-সময় কিংবা জরুরি কাজের কথা নিজ দায়িত্বে স্মরণ করিয়ে দেবে এই অ্যাপ।
যেকোনো প্ল্যাটফর্মের সাথে এর তাল মেলানো এবং ব্যবহারযোগ্যতা হচ্ছে এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে , গৎবাঁধা কোনো ভাষা বা রিমাইন্ডার দিয়ে কাজ করারও প্রয়োজন নেই আপনার! যেমন ইচ্ছা ভাষা বা বাক্যে ইভেন্ট রিমাইন্ডার দেবেন, এটি তাতে কোনো বাধ সাধবে না। আর একইসাথে পুরোদমে সার্ভিস তো থাকছেই। অ্যাপটির ডিজাইনও বেশ সুন্দর, ব্যবহারকারীরা একে অবশ্যই পছন্দ করবেন। এই পেইড অ্যাপটি ব্যবহার করতে গ্রাহকদের খরচ করতে হবে মাত্র তিন মার্কিন ডলার।