অভ্র (Avro)-তে “Android” লিখলে “অ্যান্ড্রয়েড” না হয়ে আন্দ্রইদ হয়? আর হবে না, এবার আপনার পছন্দ মত অটোকারেকশন যোগ করুন।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1:18 AM | টিউন বিভাগঃ
কেমন আছেন সবাই? পুরা জাতি আজ ভালো নেই। ছেলেটার জন্য খুবই খারাপ লাগছে। কার ভুলে জিহাদ/জিয়াদের মরন হয়েছে সেটা জানি না কিন্তু তার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই :( সবাই ছেলেটার জন্য দোয়া করবেন!
avro auto correction bangla
আমরা অনেকেই অভ্র ব্যাবহার করি। বাংলা লিখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অভ্র কীবোর্ড। ফনেটিক লিখলে বাংলা চলে আসে এই ফিচারটার জন্যই অভ্র এতো জনপ্রিয় হয়েছে। কিন্তু ফনেটিক লিখার সময় হয়তো আপনি খেয়াল করে থাকবেন যে কিছু শব্দের ফনেটিক লিখলেও সঠিক বাংলাটা আসে না। বেশিরভাগ শব্দের অটোকারেকশন অ্যাড করা আছে যে শব্দ গুলোর নেই সেগুলোও আপনি অ্যাড করে নিতে পারবেন।
উদাহরণঃ আপনি যদি "Android" টাইপ করেন তাহলে অ্যান্ড্রয়েডের বদলে "আন্দ্রইদ" আসবে।
এই সমস্যার সমাধান করা খুবই সহজ। প্রথমে অভ্র সিস্টেম ট্রে আইকন থেকে রাইট বাটনে ক্লিক করে Tools থেকে Options.. -এ ক্লিক করেন।
avro phonetic word adding
উপরের ছবির মত আসলে Avro Phonetic সিলেক্ট করে Edit/Import auto correct entries.. -এ ক্লিক করুন।
avro auto correction
উপরের ছবির মত আসলে প্রথম বক্সে "Android" লিখুন তাহলে দেখবেন নিচে "আন্দ্রইদ" আসবে। এবার ডান দিকের বক্সে "oZanDroyeD" লিখুন। অক্ষর গুলো বড় হাতের ছোট হাতের ঠিক মত লিখবেন তাহলে দেখবেন নিচে "অ্যান্ড্রয়েড" লিখা আসবে। লিখা হলে Add/Update -এ ক্লিক করুন তারপর নিচে Save -এ ক্লিক করে Close এ ক্লিক করেন পরে Apply করে ওকে দিয়ে বের হয়ে আসুন। এখন Android টাইপ করলেই সুন্দর করে অ্যান্ড্রয়েড লিখা আসবে।
কাজটা অনেক সহজ। তবুও যদি না বুঝেন তাহলে ভিডিও টিউটরিয়ালটা দেখে নিন

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger