সাধারণত অফলাইনে কোনো ওয়েবসাইট ভিজিট করার জন্য ওয়েবসাইটটি স্টোর বা ডাউনলোড করে রাখতে হয়। এর পিছনে সবচেয়ে ভালো যুক্তি হচ্ছে, কোনো গবেষণা, গ্রুপ স্টাডিস ইত্যাদি করার জন্য মানুষ সাধারণত ওয়েবসাইটটি স্টোর করে রাখে। আর যদি আপনার বাসায় নেট সংযোগ না থাকে এবং আপনি যদি সাইবার ক্যাফেতে গিয়ে সাইট ভিজিট করেন ঘন্টা হিসেবে টাকা ব্যয় করে, তাহলে এই পদ্ধতিটি আপনার জন্যই! সাইবার ক্যাফেতে গিয়ে কোনো বিশালাকার ওয়েবসাইট কিংবা গবেষণার কাজ কি হয় বলুন! তাই আপনি চাইলেই উক্ত ওয়েবসাইটটি ডাউনলোড করে স্টোর করে রাখতে পারেন। পরে সেটি ফ্ল্যাশ ড্রাইভে করে আপনার বাসার পিসি, ল্যাপটপ এমনটি আপনার স্মাটফোনেও ব্রাউজ করতে পারবেন আরমশে!
অথবা সাইবার ক্যাফেতে না গিয়েও কোনো হেভি স্পিড নেটওয়ালা বন্ধুর বাসায় গিয়েও ওয়েবসাইটগুলো ডাউনলোড করে আনতে পারেন! লুল!