কি ভাবে পেন ড্রাইভের Write Protection রিমুভ করবেন ।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 5:31 AM | টিউন বিভাগঃ
আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন । আজ আমি আপনাদের দেখাতে চলেছি কি করে পেন ড্রাইভের রাইট প্রটেকশন দূর করা যায় ।
সবার প্রথমে পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে সংযুক্ত করুন।
এরপর Win Key + R চেপে রান কমান্ড নিয়ে আসুন। রান কমান্ডে regedit লিখে regedit.exe নিয়ে আসুন।
এখন regedit থেকে \Computer\HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies\
এর ভেতরে যান।  ডান পাশে দেখবেন (Default) এবং WriteProtect নামে দুইটা ফাইল আছে। যদি WriteProtect নামে কোন ফাইল না থাকে তবে ডান পাশে ফাকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে New >> DWORD (32-bit) value থেকে নতুন একটা ফাইল তৈরি করুন এবং নাম দিন WriteProtect

এখন ঐ WriteProtect ফাইল ডাবল ক্লিক করে Value Data তে মান 0 করে দিন ।

যাদের কম্পিউটারে WriteProtect ফাইল আগে থেকেই আছে তাদের WriteProtect ফাইল তৈরি করার দরকার নাই। তারা শুধু Value Data তে মান 0 করে দিলেই হবে।
দেখা হবে আরেক টিউনে আজকের মত বিদায় ।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger