আসসালামুয়ালাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আপনারা Title টি দেখে বুঝতে পেরেছেন আজকের টিউন কী নিয়ে । তো চলুন আর কথা না বলে সরাসরি কাজ এ চলে যাই ।
আজ আপনাদের HP SpareKey সম্পরকে বলব । HP SpareKey দিয়ে খুব সহজ এ lost system passwords recover করা যায় ।
আমরা ধাপে ধাপে কাজ করব চলুন সুরু করি
১। মনে করে দেখুন BIOS Password দেয়ার আগে তিনটি ব্যক্তিগত সনাক্তকরণ প্রশ্নের উত্তর স্থাপন করেছেন ।
২। এখন যদি আপনার BIOS Password মনে না থাকে তাহলে laptop চালু হওয়ার সময় Esc press করবেন startup menu এর জন্য , তারপর f7 চাপুন ।
৩।কিছু সময় পরে দেখবেন এইচপি স্পেয়ার জাদুকর পপ আপ তিনটি ব্যক্তিগত সনাক্তকরণ প্রশ্নের উত্তরের জন্য অনুরোধ জানাচ্ছে আপনি সফলভাবে প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে এক্সেস দেওয়া হবে এবং আপনি পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন ।
পরে আবার দেখা হবে আরেক টি টিউন এ ।