যারা ওয়ার্ডপ্রেস ডট কমে ফ্রি সাইট তৈরি করেন তাদের একটা প্রবলেম প্রায়সই পরতে হয় যখন আপনি কোন কোড লিখেন, তা সুন্দর করে প্রকাশ করতে পারেন না। ওয়ার্ডপ্রেসের যদি আপনার নিজস্ব সাইট থাকে তাহলে আপনি কোডকে সুন্দর করে সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর প্লাগিন পেয়ে থাকবেন কিন্তু যেহেতু ডট কমে আপনি কোন প্লাগিন সেট করতে পারবেন না তাই আপনি অন্যান্য প্লাগিনের সুবিধাও পাচ্ছেন না। এই ক্ষেত্রে আপনি খুব সহজেই নিচের মতো করে কোড লিখে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন।
এভাবে কোড লিখলে নিচের মতো করে দেখা যাবে-