মজার ট্রিক্স এবার কলম দিয়ে নিজেই তৈরি করুন পেপার ওয়েট

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1:47 AM | টিউন বিভাগঃ
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। যাই হোক আজ আমি আপনাদের ছোট্ট একটা ট্রিক্স শেখাব।হয়ত আপনাদের কাছে ভাল লাগতে পারে।আজ আমি আপনাদের শেখাব কিভাবে কলম দিয়ে ওয়েট পেপার বানাবেন।কি অবাক হচ্ছেন তাই না। অবাক হওয়ার কিছুই নাই, আমি নিজেই বানিয়েছি।এটা দেখতে অনেক সুন্দর হয়।সবচেয়ে বড় কথা আপনি নিজের হাতে একটা নতুন জিনিস তৈরী করতেছেন।কোন ভুল হলে ক্ষমা করবেন।যাই হোক বেশি কথা না বলে শুরূ করি
এটা বানাতে যে উপকরনগুলো লাগবে এক নজর দেখে নিনঃ
১। প্রায় ২০-৩০ টা কলম যেটা আপনি ব্যাবহার করে কালি শেষ করেছেন।
২। মোমবাতি
৩। ২৫/৬০/১০০/২০০ ওয়াট  এর নষ্ট হয়ে যাওয়া বাল্প
৪। ফায়ার বক্স
কলম যেটা আপনি ব্যাবহার করে কালি শেষ করেছেন(আপনি যত বড় করবেন কলম তত বেশি লাগবে)।প্রত্যেকটি কলম কেটে দুই থেকে তিন টুকরা করে নিন।এবার মোমবাতি জালিয়ে দিন ।এখন আপনি যে ওয়াটের বাল্প নিয়েছেন সেই বাল্প সুতা বা অন্য কোন কিছু দিয়ে মোম্বাতির উপর ঝুলিয়ে দিন যেন বাল্পে তাপ লাগে।এবার একটা একটা করে কলমের টুকরা বাল্পের ভিতরে ছেরে দিন।বাল্পের গোল অংশ ভরে গেলে তাপ দেওয়া বন্ধ করে দিন ।বাল্প টি ৩০ মিনিটের মত ঠান্ডা হতে দিন।দেখুন ভিতরের অংশ শক্ত হয়ে গেছে।এবার বাল্পটি আস্তে আস্তে ভেঙ্গে আপনার ওয়েট পেপারটি বের করুন।ব্যাস কাজ শেষ।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger