আপনার হোয়াটসএ্যাপ দিয়ে শেয়ার করুন যে কোন প্রকার ফাইল। সব ফাইল শেয়ার হবে একদম ফ্রি। আর আরেকটা মজার ফান ভিডিও, মিস করবেন না যেন।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1:29 AM | টিউন বিভাগঃ
আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। সবসময় আপনাদের শুভ কামনা করে আমি আজকের টিউন শুরু করছি।
আগে হ্যাকিং নিয়ে 2 টা টিউন করেছিলাম। কিন্তু মেসেজে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করার কারণে ওই বিভাগের টিউন  করা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি চেয়েছিলাম যে আমি যা যা শিখেছি তা সবার সাথে শেয়ার করার জন্য। কিন্তু আপনাদের কারণেই আমার মতো অন্যান্য টিনারের মানসিক অবস্থা ভেঙ্গে যায়, এবং টিউন করার মানসিকতা হারিয়ে ফেলে । পোস্টে কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেশি কথা বললাম, এবার আসল জায়গায় যাই।
শিরোনাম দেখে বুঝেছেন নিশ্চয় যে কি। আপনারা সবাই জানেন যে প্রায় সব অপারেটরে হোয়াটসএ্যাপ এ্যাপ ফ্রিতে ব্যবহার করতে পারেন। কিন্তু এটা দিয়ে শুধু ফটো, অডিও ,ভিডিও এবং টেক্স পাঠাতে পারবেন। আজকে আপনাদের যে এ্যাপ টা শেয়ার করবো তা দিয়ে যে কোন টাইপের ফাইল পাঠাতে পারবেন। যেমন: .apk, zip, rar, exe সকল টাইপ।
এটা একটা প্রিমিয়াম ভার্সন। আপনাদের শেয়ার করবো ফ্রিতে।
আর শেষে আপনাদের জন্য মজার একটা ফান ভিডিও রয়েছে। এটা দেখে যদি না হাসেন তবে আপনি কোন ফানের যোগ্যই না।
1. এ্যাপ ডাউনলোড : প্রথমে নিচের লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন। নাম : what'sapp File Sender. সাইজ মাত্র 2.02MB
2. ফাইল সেন্ড: আপনি যে ফাইলটি সেন্ড করতে চান সেই ফাইলে যান । সেটা সিলেক্ট করে Share বাটনে চাপ দিন।
অনেকগুলো সেন্ড মেথড আসবে।
এখান থেকে Whatsapp File Sender সিলেক্ট করুন। নিচের স্কিনশটের মতো:
1
এবার নিচের স্কিনশটের মতো আসবে। সেখান থেকে Whatsapp সিলেক্ট করুন।
2
এবার আপনি যাকে ফাইলটি পাঠাতে চান তাকে সিলেক্ট করুন।
দেখবেন mp3 আকারে ফাইলটি সেন্ড হচ্ছে। নিচের স্কিনশটি দেখুন। ফাইল সেন্ড কমপ্লিট।
3
আপনার যাকে পাঠাবেন তার কাছে ফাইলটি mp3 আকারে যাবে। এবার দেখুন mp3 আকারে আসা ফাইলটি যেভাবে বের করবেন।
3. ফাইল রিসিভ :
আপনার কাছে সব ফাইল আসবে mp3 আকারে। কিন্তু সেখান থেকেই আপনাকে ফাইলটি বের করতে হবে। তবে দেখুন যেভাবে বের করবেন ফাইল।
প্রথমে আপনার apps গুলো থেকে Whatsapp File Sender চালু করেন। চালু করার পর DECODE ট্যাবটিতে ঢুকুন। এবার আপনার কাছে আসা mp3 ফাইলটি ব্রাউজ করুন।
এবার Decode বাটনে চাপ দিন। নিচের মতো করে ...
4এবার সেভ করার Path আসবে। আপনি যেখানে ফাইটি সেভ করবেন সেটা নির্বাচন করুন। এবার ফাইলটি সেভ করুন।
আপনার আসল ফাইলটি বের হয়ে গেছে। কি মজা তাই না। যা ইচ্ছা সব ফ্রিতে পাঠাতে পারবেন। এই মজায় আপনাদের একটা ফান ভিডিও উপহার দিতেছি।
4. ফান ভিডিও: এই ফান ভিডিও টি হচ্ছে চমক হাসান ভাইয়ের। উনার ইউটিউবে লেখাপড়া বিষয়ক অনেক ভিডিও টিউটোরিয়াল আছে। আমি এটা ইউটিবে আপলোড করে লিংক দিলাম।
ভিডিওটির প্রথমটুকু বেশি ভালো না লাগলেও শেষ 1 মিনিট কিন্তু অবশ্যই দেখবেন।
আশা করছি টিউনটি আপনাদের ভালো লেগেছে। পুরো 1 ঘন্টা যাবৎ টাইপ করে লেখলাম।
আমরা চাই কপি পেস্ট বর্জন করতে। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি যে কেউ কপি পেস্ট করবো না। কপি পেস্ট করলে আপনার মান বাড়বে না, বরং আরও কমবে।
কোন সমস্যা হলে আমার ফেসবুক পেইজে পোস্টটি রয়েছে। যাদের টেকটিউনে একাউন্ট নেই, তারা সেখানে কমেন্ট করতে পারেন।
আর আমাকে পাবেন ফেসবুকে ।
সময় হলে আমার সাইট ( PcTipsBD.com দেখার আমন্ত্রণ রইলো।
খোদা হাফেজ........

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger