Android Kitkatঅপারেটিং সিস্টেম এর ফোনটি kingrootএপ দিয়ে রুট করুন

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 7:38 AM | টিউন বিভাগঃ
রুট কিতা ? রুট হইলো superman টাইপ ক্ষমতা যা থাকলে আপনি ফোন কে হুকুম করতে পারবেন '' এই বেটা ! জলদি ওই এপ রে পারমিশন দে !''
এবার সুবোধ বালকের মতো নিচের লিনক থেকে এপ টি নামান।
ডাউনলোড লিনক : KingRoot 3.3.1
এপ টি ডাউনলোড করে ওপেন করুন । দেখবেন সব চাইনিজ ভাষায় ! ভয় পায়েন না ভাউ mein hu na ! দেখবেন মাঝে সবুজ গোল একটি বাটন এর মতো। সেটিকে লোড হতে টাইম দিন ৪-৫ সেকেন্ড। তারপর বাটন টায় প্রেস করুন। কিছুক্ষন টাইম লাগবে। ২-৩ মিনিট ও লাগতে পারে।
কাজ হলে দেখবেন সবুজ বাটন টা টিক চিনহো (sign) এর মতো হয়ে গেসে।
Voyla ! আপনার ইস্মার্টফুন রুট হয়ে গেসে। এখন আপনার ফোনে চাইলেই tv, freezer,washing-machine চালাতে পারবেন নাহ ! এবার root validator,root checker basic ইত্যাদি এপ দিয়ে চেক করেন রুট হয়েছে কিনা।
Root Checker Basic
রুট হলে অবশ্যই kinguser নামের একটি এপ আপনার ফোন এ create হবে যেটি আপনার super-su। যা দ্বারা রুট পারমিশন দিবেন
আরকি!!
★★উপরের প্রসেস এ জেলি বিন ও সাক্সেস ফুললি রুট করা যায়(কয়েকটা সেট পরীক্ষিত)
★★ ★অনেক ফোন এ kingroot দিয়ে রুট হয় নাহ।। তারা কষ্ট করে Root master,Towel Root, One click Root ট্রাই করেন!
★ নেক্সট পোস্ট হবে সঠিক ভাবে xposed framework install করাকে নিয়ে। সাথে থাকুন।
কোনো ভুল থাকলে জানাবেন। ধন্যবাদ

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger