WhatsApp এর ব্যবহার আমরা কে না জানি। সবার মোবাইল এই এই এপ্লিকেশনটি খুজলে পাওয়া যাবে। কিন্তু কখনও কখনও যখন আমরা আমাদের নিজেদের কম্পিউটার ব্যবহার করি তখন এপ্লিকেশন টি আমাদের মোবাইল এ ব্যবহার একটু বিরক্তিকর। কারণ বার বার মোবাইল এর ছোট স্ক্রিন এ টাইপ করতে হয়। এই সমস্যার সমাধানেই এই টিউন টি লেখা। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি WhatsApp ব্যবহার করতে পারবেন আপনার নিজের মোবাইল এ।
WhatsApp আপনার গুগল ক্রোম এ ব্যবহার করতে আপনার অবশ্যই একটি Android ফোন থাকতে হবে, ব্ল্যাকবেরি অথবা Windows ফোন হলেও চলবে। কিন্তু আপেল এর আইফোনে এই সুবিধা এখনও নেই আইফোনের কিছু সীমাবদ্ধতার কারণে।
১. এই লিংক এ যান গিয়ে লিংকটিতে ক্লিক করুন।
২. লিংক এ যাবার পর একটি কিউ আর কোড পাবেন।
২. লিংক এ যাবার পর একটি কিউ আর কোড পাবেন।
৩. এখন আপনার মোবাইল এর WhatsApp খুলুন এবং মেনুতে যান। WhatsApp মেনু এপ্লিকেশন এর ভেতরে নয়। এটি মূলত আপনার ফোনের কোনো বাটন।
৪. মেনুতে গেলে দেখতে পাবেন একটি ট্যাব যার নাম WhatsApp ফর Web। এই ট্যাব টি চাপুন এবং দেখবেন ক্যামেরা স্ক্রিন এর মত একটি কিউ আর কোড স্কানার এসেছে। ধাপ ২ এ যে কিউ আর কোড পেয়েছিলেন সেটি স্ক্যান করুন আপনার ফোন দিয়ে।
৫. বাস , দেখুন জাদু। আপনার গুগল চরমে ব্রাউসার এ ওপেন হয়ে যাবে WhatsApp
৬. মজায় মজায় ব্যবহার করুন WhatsApp আপনার কম্পিউটার এর ওয়েব ব্রাউসার থেকে।
এই পোস্টটি আগে লিখেছি আমার নিজের প্রযুক্তি বিষয়ক ব্লগ টেক এন্ড টেকি তে। সময় থাকলে পড়তে পারেন অনেক টিপস এন্ড ট্রিকস এই লিংক এ