কম্পিউটার কী সত্যিই আপনার চোখ ভালো রাখতে পারবে ?????

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 7:47 AM | টিউন বিভাগঃ
বন্ধুগন আশা করি সবাই ভালো আছেন ।আপনারা যারা বিভিন্ন কজের জন্য সারা দিন পিসির সামনে বসে থাকেন তাদের চোখে বিভিন্ন সমস্যা হয়ে থাকে । চোখের সমস্যার অনেক কারণের মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হলো কম্পিউটারের মনিটর।
মনিটর থেকে ক্ষতি কারক গামা রশ্মি বের হয় যা কিনা চোখের জন্য ক্ষতিকারক। এছাড়াও মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জ্বল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ঐ আলো চোখে লাগে। আর এত সব ভেজাল থেকে মুক্তি দিবে F.lux নামের একটি ছোট সফটওয়্যার। এর সাইজ মাত্র 546KB।
index
এই সফটওয়্যারের সব চেয়ে মজার বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। যা কিনা ২৪ ঘণ্টা সময় অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ দিনের বেলা কম্পিউটারের স্ক্রিন থাকবে বেশি উজ্জ্বল আবার রাতের বেলা মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই। আর এসব পরিবর্তনের জন্য আপনাকে কিছুই করতে হবে না। এটা নিজে নিজেই সময় অনুযায়ী পরিবর্তন হবে।
ডাউনলোড  করতে এখানে ক্লিক করুন ।
ভালো থাকুন সবাই………….

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger