মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা চেক করার পদ্ধতি ( ছবিসহ)

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 2:18 AM | টিউন বিভাগঃ
প্রিয় ভাই ও বোনেরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে মালেশিয়ার স্টুডেন্ট ভিসা চেক করা যায় তার সঠিক ও প্রকৃত নিয়ম একেবারে ছবিসহ পোস্ট।
আসুন শুরু করি মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা চেক করার নিয়ম।
আপনি প্রথমে আপনার ব্রাউজারটি চালু করুন এর পর http://www.educationmalaysia.gov.my ঠিকানাটি ইন্টার চেপে প্রবেশ করুন এবং নিচের মত একটা পেজ আসবে।

এর  পর আপনার কাংখিত ওয়েব সাইটটির পেজ চলে আসবে। ওয়েবসাইটি আপনার ডিসপ্লেতে আসার পর  একেবারে উপরে ডান কোনে লেখা দেখবেন চেক এ্যাপ্লিকেশন স্ট্যাটাস( Check Application Status) নিচে দেখুন।

এখন আপনি এই চেক এ্যাপ্লিকেশন স্ট্যাটাস( Check Application Status) এ ক্লিক করুন এবং নতুন আরেকটি পেজ আসবে নিচের মত।

চেক এ্যাপ্লিকেশন স্ট্যাটাস( Check Application Status) এ ক্লিক  করে  নতুন পেজ আসার পর দেখুন লাল চিহ্নিত ঘর গুলো সঠিক ভাবে পুরন করুন।
যেমনঃ  দুইটা রেডিও বাটন আছে তাতে ক্লিক করে আপনার পাসপোর্ট নাম্বারটি দিন এবং পাসপোর্ট নামধারীর জাতীয়তা দিন তারপরে গো (Go) বাটনে ক্লিক করুন।

ব্যাস হয়ে গেল আপনার ভিসা চেক। আপনার ভিসা সঠিক থাকলে অবশ্যই আপনার ভিসার তথ্য চলে আসবে এবং দেখুন আমি যেইটা চেক করেছি সেটি ৯০% সম্পুর্ন হয়েছে। এই ভিসাটার সুধু মেডিকেল রিপোর্ট বাকি তা বলে দিয়েছে। আশা করি সবাই বুজতে পেরেছেন.....................।
ধন্যবাদ
আরাফাত হোসেন (নবীন)
পরিচালক
ইশিবপুর ইউডিসি
রাজৈর, মাদারীপুর।
http://ishibpurup.madaripur.gov.bd

Monday, November 24, 2014

Malaysia-মালোশিয়ার ভিসা চেক করার পদ্ধতি

কারো সহযোগিতা ছাড়া নিজেই পারবেন মালয়েশিয়ার প্রফেশনাল ভিসা চেক করতে ।
প্রথমে নিচের লিংকে প্রবেশ করতে হবে ।
https://eservices.imi.gov.my/myimms/enqApplSts
তার পর নিচের চিত্র অনুসারে পার্সপোট নাম্বার দিয়ে ... ন্যাশনালিটিতে বাংলাদেশ সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন । এবং প্রিন্ট করুন ।
১। নং চিত্র ..................

০২। উদাহরন হিসাবে BA0977176 এই পাসপোর্ট নাম্বারটি দিয়ে ২ নং চিত্র অনুযায়ী ভিসা যাচাই করতে চেষ্টা করব ।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger