পেন ড্রাইভ ফরম্যাট না হলে করণীয়

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1:22 AM | টিউন বিভাগঃ
বন্ধুরা আশা করি ভালোই দিনকাল যাচ্চে। অনেক দিন পর টিউন করছি। আমি নিয়মিত টেকটিউনস টিউন  ব্রাউস করি। কিন্তু কোন টিউন করা হয় না। আজ  একটা টিউন কললাম আশা করি যারা জানে না তাদের কাজে লাগবে।
ভাইরাসের কারণে বা ডেটা মুছে ফেলতে পেনড্রাইভ ফরম্যাট করার দরকার হয়।
কিন্তু অনেক সময় দেখা যায় পেনড্রাইভটি ফরম্যাট হচ্ছেনা। আর তাই এখানে সরাসরি ফরম্যাট না হলে কিভাবে ফরম্যাট করা যায় তার কিছু উপায় দেয়া হল।
প্রথমে My computer এ যেয়ে right click করতে হবে।
তারপরে Manage এ ক্লিক করলে computer Management window আসবে।
এবার Diskmanagement এ ক্লিক করলে দেখা যাবে ড্রাইভ গুলো শো করছে।
এবার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে।
তারপরে Fomat এ ক্লিক করতে হবে।
এই পদ্ধতির বিকল্প আরেকটি পদ্ধতি দেয়া হল-
প্রথমে স্টার্ট বাটন থেকে রানে ক্লিক করতে হবে।
তারপরে এখানে cmd লিখতে হবে।
এবার কমান্ড প্রমপ্টের মধ্যে convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপতে হবে (এখানে আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখতে হবে)
এখন পেনড্রাইভ ফরম্যাট করতে হবে।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger