কিভাবে অতিরিক্ত ড্রাইভকে ডিলেট করবেন এবং সে ড্রাইভের ডাটাগুলো অন্য ড্রাইভে নিয়ে যাবেন দেখে নিন।পানির মত সহজ কাজ। (মোস্ট ইম্পর্টেন্ট টিপস) মিস করবেন না আশা করি।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 7:28 AM | টিউন বিভাগঃ
বরাবরের মত শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করলাম আজকের পোস্ট। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার হার্ড ড্রাইভের অতিরিক্ত ড্রাইভকে ডিলেটৈ করবেন এবং ডিলেট হওয়া ড্রাইভের ডাটাগুলো আবার ফিরে পাবেন। আমি মনে করি এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। সবারই জেনে রাখা দরকার। ধরুন আপনার কম্পিউটারের হার্ড ডিস্ককে ৫টি ড্রাইভে বিভক্ত করেছেন। এখন চাচ্ছেন যে একটি ড্রাইভকে কমিয়ে ফেলতে কিন্তু বুঝতেছেননা কিভাবে করবেন। হ্যা সেটিিই দেখাবো আজ আপনাদেরকে। ১। মাই কম্পিউটারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে মেনেজ এ ক্লিক করুন, নিচে দেখুন....................
মেনেজে ক্লিক করার পর নিচের মত দেখবেন...................
২। এবার আপনি ডিস্ক ম্যানেজমেন্ট এ ক্লিক করুন, নিচের মত আসবে........
এখানে যা দেখতেছেন তা হলো আপনার কম্পিউটারের সবগুলো ড্রাইভ। ৩। এবার যে ড্রাইভটি ডিলেট করতে চান সেটির উপর রাইট বাটন ক্লিক করে ডিলেট ভলিউমে ক্লিক করুন। আমি আমার মাল্টিমিডিয়া নামক ড্রাইভটি ডিলেট করতে চাচ্ছি, নিচে দেখুন.........................
ড্রাইভটি ডিলেট হওয়ার পরে নিচের মত দেখবেন.........................
দেখুন এবার ফ্রি স্পেস নামে একটি ড্রাইভ দেখতে পাচ্ছেন আর এটিই হলো আপনার এখন ডিলেট করা ড্রাইভটি। ৪। এবার পাশের ড্রাইভটিতে রাইট ক্লিক করে
এক্সটেন্ড ভলিউমে ক্লিক করুন, নিচে দেখুন....................
৫। এক্সটেন্ড ভলিউমে ক্লিক করার পর নিচের মত দেখবেন.....................
৬। এবার নেক্সটে ক্লিক করুন। এভাবে দুইবার নেক্সটে ক্লিক করার পর ফিনিশ বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার দেখুন কত সহজে আপনি বাড়তি ড্রাইভটি ডিলেট করে ফেললেন এবং সেটির ডাটাগুলোও নিয়ে নিলেন নিমিষেই।

নিজেই করুন ড্রাইভ পার্টিশন, এবং ড্রাইভের সাইজ বাড়ান ও কমান কোন প্রকার ডাটা না হারিয়ে। (মেগা টিউন)

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger