Epson T13 প্রিন্টার নিয়ে সমস্যায় পড়েছেন ? রিস্সেট হচ্ছে না ? তাহলে এদিকে আসুন

| প্রকাশিত হয়েছেঃ 2:34 AM | টিউন বিভাগঃ

উদ্যোক্তা বন্ধুগন কেমন আছেন আপনারা ? নিশ্চই ভাল আছেন ? আমিও আপনাদের দোয়ায় খুবই ভাল ভাল আছি। অনেক বন্ধু ফোনে/ব্লগে/চ্যাটে ইপসন টি ১৩ নিয়ে সমস্যার কথা বলেছেন। তাই ব্লগটি লিখতে হল। তাহলে চলুন শিখে নেই কি ভাবে EPSON T13 করতে হয়। আশা করি আপনাদের কাজে লাগবে। চলুন শিখে নেই কিভাবে Epson 13 প্রিন্টরের সার্ভিস লাইফ রিস্সেট করতে হয়।

প্রথমে নিচের লিংক থেকে সফটওয়ার টি ডাউনলোড করুন।


সফটওয়ারটি ইন্সটল করুন। নিচের মত পেইজ আসবে। এবাং Accept এ ক্লিক করুন।
Select এ ক্লিক করুন।
Select এ ক্লিক করার পর । নিচের মত উইন্ডো অপেন হবে।
তার পর মডেল দিন, Destination ESP দিন।
Port Auto Selection
তার পর  waste ink pad counter এ ক্লিক করুন। এবং Ok সিলেক্ট করুন।

তার পর নিচের মত উইন্ডো আসবে।
১। main pad Couter এ ঠিক চিহৃ দিন।
২। FL Box Counter a ঠিক চিহৃ দিন।
৩। Check ক্লিক করুন।
৪। Initialization এ ক্লিক করুন।
৫। Finish এ ক্লিক করুন।
তার পর প্রিন্টার টি একবার অফ করেন। এবং ১ মিনিট পর অন করেন। সবুজ বাতি আশা করি জ্বলে উঠবে।
সমস্যা হলে মেইল কমেন্টস এ জানাবেন অথবা মেইল করতে পারেন

সবাই ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger