উদ্যোক্তা বন্ধুগণ আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় খুবই ভাল আছি। আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ সফটওয়ার শেয়ার করব। যারা EPSON R230/R230x কিংবা অন্য কোন মডেলের EPSON প্রিন্টার ব্যবহার করেন তাদের জন্য এই সফটওয়ারটি মাস্ট ওয়ানটেড। আপনারা হয়তবা অনেকেই জানেন যে EPSON প্রিন্টারে একটি নিদিৃষ্ট পরিমান Photo কিংবা অন্য কোন ডকোমেন্ট প্রিন্ট দেওয়ার পর Service Life শেষ হয়ে যায়। এটিকে অনেকে EPSON Printer টির Memory Full হয়ে গেছে ও বলে। যাক সে কথা।
কিভাবে বুঝবেন আপনার প্রিন্টারটির Service Life ফুরিয়ে/চলে গেছে।
যদি আপনার প্রিন্টারটির সার্ভিস লাইফ চলে যায় বা শেষ হয়ে যায় তাহলে সফটওয়ার টি দ্রুথ নামিয়ে/ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
ডাউনলোড করার পর রার করা ফাইলটিকে ভাঙ্গেন ঠিক নিচের চিত্রের মত।
তার পর সফটওয়ারটি ইন্সটল দিন। ইন্সটল দেওয়ার পর নিচের চিত্রের মত একটি বক্স আসবে। নিচের তীর দিয়ে দেখানো ঘরে আপনার প্রিন্টার টির মডেল নাম্বার দেখিয়ে দিন। তার পর ক্রস এ ক্লিক করুন।
ক্রসে ক্লিক করার পর স্টার্ট মেনুর ঠিক ডান পাশে সার্ভিস লাইফের একটি আইকন দেখতে পাবেন ঠিক প্রিন্টিং আইকনের মত।
ঐ আইকনে মাউসের কার্সর নিয়ে মাউসের রাইট ক্লিক করুন। ক্লিক করার পর Protection Counter এ কার্সরটি নিন।
তার তীর দিয়ে দেখানো Resset Protection Counter এ ক্লিক করুন।
তার পর নিচের চিত্রের মত একটি উইন্ডে আসবে OK তে ক্লিক করুন।
তার পর আপনার প্রিন্টারটি একবার রিস্টার্ট দিন। আশা করি আপনার সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ ভাল থাকুন। সমস্যা হলে কমেন্ট এ আপনার মতামত দিবেন। আল্লাহ হাফেজ।