স্ক্রীন প্রিন্ট সম্পর্কে জানতে চান ?

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10:27 AM | টিউন বিভাগঃ
প্রথমে আপনার প্রয়োজন হবে যা যা:
১। একটি কাঠের ফ্রেম ৮x১০ বা আপনার প্রয়োজন মত।
২। এক টুকরা কাপড় যে টাকে স্কীন বলে এই কাপড়টাকে কাঠের ফ্রেমের সাথে লাগাতে হবে। বুঝতেই পারছেন কাপরের পরিমান।
৩। বাইকেমিক
৪। সোনাকোট
৫। রেডিউচার,
৬। বেনজিন   এগুলার পরিমান আপনার কাজের ওপর নির্ভর করছে
৭। ট্রেসিং পেপার।
৮। একটা মোটা রাবার।
৯। স্কীন প্রিন্টের কালি
(এগুলা সবই স্কীন প্রিন্টের দোকানে পাওয়া যাবে)
এবার স্কীন তৈরী:
স্কীন এর উপর সোনাকোট আর বাইকেমিক মিসায়ে কাপরের উপর লাগান। এমন ভাবে লাগান যেন কোথাও কম বেশী না হয়। এজন্য আপনি শক্ত কোন কার্ড ব্যবহার করতে পারেন। এবার এটাকে কিছুক্ষন রেখে শুকাতে হবে শুকালে কালার টা চেইঞ্জ হয়ে যাবে।
এরপর ট্রসিং পেপার টা  স্কীন এর যে পাশে সোনাকোট লাগিয়েছেন সে দিকটার উপর রেখে তার উপর একটা কাচ দিয়ে রোদে ধরুন ২/৩ মিনিট। এবার স্কীনটা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার পরে দেখা যাবে ট্রেসিং পেপার এর উপর যেটা প্রিন্ট ছিল ঐ স্কীনের সেই জায়গা গুলা সাদা হয়ে গেছে।
স্কীনের নীচের দিকে কাগজ বা যেটার উপর প্রিন্ট করবেন সেটা রাখুন উপরে কালি দিন এবং রাবার দিয়ে কালি স্কীনের এক পাশ থেকে অন্য পাশে টেনে নিয়ে যান।
দেখুন প্রিন্ট হচ্ছে ।
কাজগুলা প্র্যাকটিক্যালই না দেখলে বোঝা কষ্টকর। তারপরও লিখলাম।
আর সমস্যা হলে আমার কাছে আসুন প্র্যাকটিক্যালই দেখাই দেব

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger