এডোবি ইলাষ্ট্রেটরে করা গুরুত্বপূর্ন অনেকগুলো আলপনা ডিজাইন

এডোবি ইলাষ্ট্রেটরে করা গুরুত্বপূর্ন অনেকগুলো আলপনা ডিজাইন
এডোবি ইলাষ্ট্রেটরে করা গুরুত্বপূর্ন অনেকগুলো আলপনা ডিজাইন, আমি রমজানে কিছু উপহার হিসাবে দিয়েছিলাম, আজও আপনাদের জন্য নিয়ে আসলাম Adobe Illustrator তৈরি করা কিছু আলপনা ডিজাইন, আমরা অনেক সময় ডিজাইন তৈরি করতে আমাদের এই আলপনা- ফাইলগুলো কাজে আসবে সে চিন্তা করে সকলের মাঝে শেয়ার করলাম।

Alpona ফাইল গুলো পেতে হলে আপনাকে এখান থেকে মাত্র 6.71 মেগাবাইটের ইলাস্ট্রেটর Alpona ফাইল গুলো ডাউনলোড করে নিন। rar ফাইল Extract করুন পেয়ে যাবেন ইলাষ্ট্রটরের গুরুত্বপূর্ন Alpona ফাইল গুলো । এবার আপনি নিজে নিজে ডিজাইন করুন Alpona ফাইল গুলো দিয়ে ।

ভালো লাগলে টিউমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

আল্লাহ হাফেজ

মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা চেক করার পদ্ধতি ( ছবিসহ)

মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা চেক করার পদ্ধতি ( ছবিসহ)
প্রিয় ভাই ও বোনেরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে মালেশিয়ার স্টুডেন্ট ভিসা চেক করা যায় তার সঠিক ও প্রকৃত নিয়ম একেবারে ছবিসহ পোস্ট।
আসুন শুরু করি মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা চেক করার নিয়ম।
আপনি প্রথমে আপনার ব্রাউজারটি চালু করুন এর পর http://www.educationmalaysia.gov.my ঠিকানাটি ইন্টার চেপে প্রবেশ করুন এবং নিচের মত একটা পেজ আসবে।

এর  পর আপনার কাংখিত ওয়েব সাইটটির পেজ চলে আসবে। ওয়েবসাইটি আপনার ডিসপ্লেতে আসার পর  একেবারে উপরে ডান কোনে লেখা দেখবেন চেক এ্যাপ্লিকেশন স্ট্যাটাস( Check Application Status) নিচে দেখুন।
 
এখন আপনি এই চেক এ্যাপ্লিকেশন স্ট্যাটাস( Check Application Status) এ ক্লিক করুন এবং নতুন আরেকটি পেজ আসবে নিচের মত।

চেক এ্যাপ্লিকেশন স্ট্যাটাস( Check Application Status) এ ক্লিক  করে  নতুন পেজ আসার পর দেখুন লাল চিহ্নিত ঘর গুলো সঠিক ভাবে পুরন করুন।
 যেমনঃ  দুইটা রেডিও বাটন আছে তাতে ক্লিক করে আপনার পাসপোর্ট নাম্বারটি দিন এবং পাসপোর্ট নামধারীর জাতীয়তা দিন তারপরে গো (Go) বাটনে ক্লিক করুন।

ব্যাস হয়ে গেল আপনার ভিসা চেক। আপনার ভিসা সঠিক থাকলে অবশ্যই আপনার ভিসার তথ্য চলে আসবে এবং দেখুন আমি যেইটা চেক করেছি সেটি ৯০% সম্পুর্ন হয়েছে। এই ভিসাটার সুধু মেডিকেল রিপোর্ট বাকি তা বলে দিয়েছে। আশা করি সবাই বুজতে পেরেছেন.....................।
ধন্যবাদ
আরাফাত হোসেন (নবীন)
পরিচালক
ইশিবপুর ইউডিসি
রাজৈর, মাদারীপুর।
http://ishibpurup.madaripur.gov.bd
Designed by MS Design

Powered by Blogger